বুধবার, ৮ মার্চ, ২০১৭

এই এক ভয়ঙ্কর চিটফান্ড ROYAL INFRA PROPERTIES LIMITED কোম্পানি ,

সারদা কান্ডের সময় থেকে বন্ধ করে দিয়েছে,
এই কোম্পানির মালিক উত্তম দাস,  দেখে
মনে হয় , বাঙ্গাল- ছবি নিচে ।
হাজার হাজার কোটি টাকা তুলে ছে ,
পশ্চিমবঙ্গের একদম প্রত্যন্ত গ্রাম গুলোও
তে ,
লক্ষ কোটি গরিব এজেন্ট গরিব আমানতকারীদের নিশ্ব করে দিয়েছে ,
কতশত গরিব এজেন্ট ঘর ছাড়া,
হাজার হাজার সংসার ভেঙে তচনচ হয়ে গিয়েছে , কিন্তু ভারতীয় প্রশাসনের কোনও হেলদোলই নেই ।
অথচ এই কোম্পানির মালিক এবং বড়
লিডার রা 24ঘন্টা চ্যানেলে , বিভিন্ন পত্রিকা তে, রিতিমত রাষ্ট্রপতি রাষ্ট্র নেতাদের ছবি ছাপিয়ে পাশে, বিভিন্ন থানার ঢিল ছোঁড়া দুরত্বে ঘর ভাড়া নিয়ে টাকা তুলতো ,
ROYAL INFRA PROPERTIES LIMITED
এবং মালিকের ছবি ছাপিয়ে বিজ্ঞাপন
লাগিয়ে বড়ো করে , হাজার হাজার কোটি টাকা লুটে নিয়েছে ।
আচ্ছা বলুন তো আমরা ছোট্ট বেলায়
বই তে পড়েছি মহান জনেরা যে দিকে
যায় , মুরহ জন এবং সাধারণের উচিত্
তাদের পিছু পিছু ধায় ।
মানুষ এইসব বিজ্ঞাপনে আকৃষ্টহয়ে
এদের পতারনার শিকার হয়েছে,
কিন্তু রাষ্ট্র নায়ক রা কোনও এদের বিরুদ্ধে
কোনও ব্যবস্থাই নেয় নি ।
তবে অবিলম্বে এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিয়ে , গরিবদের টাকা ফেরত
না দিলে, সাধারণ মানুষ জনের এইসব
রাষ্ট্র নেতাদের প্রতি একরাশ ঘৃনার পাহাড় জমে উঠবে ।
এই কোম্পানির টি পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় যেমন বেহালা হুগলি কাকদ্বীপ রায়দিঘি , রামগঙ্গা পাথর, সাগর, এমনকী
দিল্লি ইত্যাদি জায়গায় , হাজার হাজার কোটি টাকা লুটে নিয়ে গা ঢাকা দিয়েছে ।
এইসব চিটফান্ড কোম্পানির সাথে সাথে
সংবাদপত্র বিভিন্ন টিভি চ্যানেল, যারা যারা এই সব হারামি দের বিজ্ঞাপন দিয়ে কোটি কোটি টাকা নিয়ে ভারতীয় গরিব এজেন্ট গরিব আমানতকারীদের ভালো
বলে ঠকিয়েছে তাদের ফাঁসির দাবি
জানাচ্ছি ,
আপনারা কি বলেন  ?

এই কোম্পানির হেট অফিস
খাদিনা মোড় -চিচুঁরা-হুগলি -712 101 , W.B INDIA .
এবং আরও ঠিকানা ছবি দেওয়া হলো ,

1 টি মন্তব্য:

  1. I say , "arrests them "
    and it's quickly

    What power of a police, that can not arrest them

    What power of C.M
    What power of I.P.S
    What power of C.B.I

    Sorry to say, it's my India

    উত্তরমুছুন

রোজভ্যালি চিটফান্ড কোম্পানির টাকা ফেরতের অর্ডার কপি ২০২৩ সারা ভারতবর্ষের জন্য

রোজভ্যালি চিটফান্ড কোম্পানির টাকা ফেরতের অর্ডার কপি ২০২৩ সারা ভারতবর্ষের জন্য  আমানতকারীদের জন্য যে শেষ অর্ডারটা হয়েছে এবং এই এডিসি ডিসপোজা...

A