বুধবার, ১৫ মার্চ, ২০১৭

চিটফান্ড মামলায় সেবিকে বকে দিল হাইকোর্ট,

শুধু ধমক আর ধমক কাজের কাজ কিছুই
হচ্ছে না ।
অ্যালকেমিস্ট মামলায়  হাইকোর্টের বিচার পতিরা তদন্তের গাফিলতি নিয়ে
সেবিকে ধমকের শুরে বললেন,
কি করছেন আমানতকারীদের টাকা ফেরত নিয়ে আপনারা ,
তখন সেবির উকিল আমতা আমতা করে
বলেন, এই যে শুধু ফাইল করেছি স্যার,
ডিভিশন বেঞ্চের জয়মাল্য বাগচি এবং অনুরুদ্ধ বসু বলেন, শুধু ফাইল করলে গরিব আমানতকারীদের টাকা ফেরত হবে তো  ?
সেবির উকিলের মুখে বাক্য নেই নিশ্চুপ,
এই কেসের সমস্ত ডিটেল,
28 মার্চ হাজির করবেন,
আরও বলেন আপনারা অন্তত এফআইআর তো করে তদন্ত শুরু করতে পারতেন ।
শুধু ধমকে আর চমকে কি কিছু হচ্ছে,
না,কিছুই হচ্ছে না ,
গরিব এজেন্ট গরিব আমানতকারীদের টাকা ফেরত নিয়ে তদন্ত কারিরা শুধুই
এই হচ্ছে আর হচ্ছে ,

মনে হয় ভারতীয় বিচার পতি রা পেঁচা ,

তদন্তকারির দল বলছে ধুত তোরা, যত পারিস চেঁচা ।


আমি বুঝতে পারছি না , গরিব দোষ করলে থানায় নিয়ে গিয়ে পুলিশ পিটিয়ে পিটিয়ে মেরে ফেলে ,

আর এই সব সেবি হাবিযাবির দল লক্ষ লক্ষ টাকা গরিবের মুখ দিয়ে রক্ত ওঠা পয়সায় বেতন ভোগি , এরা দোষী হলে শুধুই বকুনি ব্যাস, 
আমার মনে হয় , হাইকোর্টের বিচার পতিরা যদি 

ধমক আর চমকের পাশাপাশি 'ঠাস ঠাস করে গালে গালে চড়াতো মাঝে মাঝে ,
তাহলে মনে হয় এতদিনে আমানতকারীদের টাকা ফেরত হয়ে যেত,

           আপনারা কি বলেন  ?

1 টি মন্তব্য:

রোজভ্যালি চিটফান্ড কোম্পানির টাকা ফেরতের অর্ডার কপি ২০২৩ সারা ভারতবর্ষের জন্য

রোজভ্যালি চিটফান্ড কোম্পানির টাকা ফেরতের অর্ডার কপি ২০২৩ সারা ভারতবর্ষের জন্য  আমানতকারীদের জন্য যে শেষ অর্ডারটা হয়েছে এবং এই এডিসি ডিসপোজা...

A