রবিবার, ৫ মার্চ, ২০১৭

আবিষ্কার টা ভালো অনেকে এটি মন্দভাবে ও প্রয়োগ করতে পারে তাই পড়ুন ।

রাস্তা ঘাটে ডাব কাটতে ধারালো অস্ত্র লাগে ,
যা ভয়ের কারন ও হয় ,
কিন্তু এই আবিষ্কার টি ভয়ের কারন নয় ,
কিন্তু ভয়ের কারন ও আছে ।
যেমন সহজে ফুটো করে জল বের করে খাওয়া যায় , আবার অনেক অসাধু ডাব বিক্রেতা এই ভাবে ফুটো খালি ডাবে প্লেন জল ঢুকিয়ে আবার বাজারে বার বার বিক্রি ও করতে পারে ।
আমার অভিজ্ঞতা আমাদের এক গ্রামে
আজ থেকে কুড়ি বছর আগে আমি তখন খুবই ছোট্ট, তখন একজন ডাবের ভেতর থেকে ইনজেকশনের মধ্যমে জল বের করে খেয়ে আবার কলের জল ঢুকিয়ে বিক্রি করে।

তবে থেকেই আমি যখন ডাব কিনে খাই ভালো করে দেখে নিই ।
ডাব খাওয়ার পর ওই টি কে কাঠারি দিয়ে আপনার সামনে দুই ভাগে কেটে দিতে বলুন, তাহলে হয় তো অনেকে নকল থেকে বাঁচবেন,
অবশ্য যিনি জল বের করে ছিল তিনি আমার বাবা ।

তাই আপনারা সতর্ক থাকবেন খাওয়ার সময় অবশ্য দেখে নেবেন ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

রোজভ্যালি চিটফান্ড কোম্পানির টাকা ফেরতের অর্ডার কপি ২০২৩ সারা ভারতবর্ষের জন্য

রোজভ্যালি চিটফান্ড কোম্পানির টাকা ফেরতের অর্ডার কপি ২০২৩ সারা ভারতবর্ষের জন্য  আমানতকারীদের জন্য যে শেষ অর্ডারটা হয়েছে এবং এই এডিসি ডিসপোজা...

A