মঙ্গলবার, ১৪ মার্চ, ২০১৭

মানুষের ভাগ্য মানুষ নিজেই পছন্দ করেছে পড়ুন ।

গাধাকে সৃষ্টি করার পরে সৃষ্টিকর্তা
বললেন,
তুই আজীবন কঠোর পরিশ্রম
করবি, অন্যের
বোঝা বয়ে বেড়াবি। তোর মাথায়
কোনো বুদ্ধিও থাকবেনা। কিন্তু মনুষ্য সমাজে কিছু অপারগ কাজের ক্ষেত্রে তোর নামটা উধাহরন সরূপ উচ্চারিত হবে মুহুর মুহু ।
তোকে আয়ু দিলাম ৫০ বছর।
গাধা -সে কি এত কষ্ট করে আমি এত
দীর্ঘদিন বাঁচতে চাইনা।
প্লিজ, আমার আয়ু
কমিয়ে ২০ বছর করে দিন।
সৃষ্টিকর্তা -যাহ, তাই দিলাম।
কুকুরকে বললেন -তুই
হবি মানুষের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু,
কিন্তু মানুষের উচ্ছিষ্ট খেয়ে বেঁচে
থাকবি। আর কিছু কিছু কাজের ক্ষেত্রে মানুষ দের মধ্যে তোর নামটা উদাহরণ সরুপ উচ্চারিত হবে মূহূরমুহূর, যেমন কুকুরের বাচ্চা , তোর আয়ু হবে ৩০ বছর-শুনে, কুকুর
ঈশ্বরকে বলল - দয়া করে একটু শর্ট করে
ঐটা ১৫ করান। এতদিন বাঁচতে চাইনা প্রভু-।
ঈশ্বর এইবারও রাজি হয়ে গেলেন।
এরপর
উনি বানরকে বললেন -হে বানর, তোর
একমাত্র কাজ হবে লাফিয়ে লাফিয়ে
এক গাছ
থেকে আরেক গাছে যাওয়া, আর দাঁত বের করে খেঁকিয়ে
তামাশা দেখিয়ে মানুষকে বিনোদন
দেওয়া।
আর তোর নামটা উধাহরন সরুপ মানুষ দের মধ্যে মানুষ কে ডাকবে মুহূর মুহূ, যেমন বাঁনরের বাচ্চা ।
তোর আয়ু দিলাম ২০ বছর।
সে
আবেগে কেঁদে ঈশ্বরকে বলল -দিবেনই
যখন ১০ বছর দেন, আমি এত বড় জীবন দিয়ে কি করব  ?
ঈশ্বর'আচ্ছা ঠিক আছে ,
ঈশ্বর এইবার মানুষ কে বলল -তুমি হবে
সৃষ্টির শ্রেষ্ঠ জীব।
সবচেয়ে জ্ঞানী এবং বিচক্ষণ।
তোমার আয়ুও হবে ২০ বছর।
লোভী মানুষ,  সে তো খুশিতে পাগল হয়ে গেল,কিন্তু
এত মহত জীবন নিয়ে মাত্র ২০বছর ? সে
করজোড়ে প্রভুকে বলল -একটা অনুরোধ, রাখা যায়না ঈশ্বর জী ?
আপনি আমাকে গাধার ফেরত
দেওয়া ৩০ বছর, কুকুরের ১৫ বছর, বানরের ১০ বছর দিয়ে দেন।
ঈশ্বর বললেন - নিজের ভালো পাগলেও
বোঝে, তুই বুঝলি না।আচ্ছা ঠিক আছে
যাহ, দিলাম।
সেই থেকে মানুষরা, সত্যিকারের মানুষ হিসেবে
বাঁচে ২০ বছর, পরের ৩০ বছর গাধার মত সংসারের বোঝা টানে,
তার পরের ১৫ বছর ছেলে
মেয়ে যা দেয় তাই খেয়ে পরে বেঁচে
থাকে কুকুরের মতো,
আর তার পরের দশ
বছর বানরের মত, কখনও এক সন্তানের
বাসা তো কখনও আরেক সন্তানের
বাসায় ঘোরে আর নাতি নাতনিদের
বিনোদন
দেওয়াই হয় এদের প্রধান দায়িত্ব।
এর জন্য মানুষরাই দ্বায়ী ।
বিধাতা দ্বায়ী নয় ।
আর সেই থেকেই বেশি কিছু চাওয়া
পাওয়া টা অভ্যাস হয়ে গিয়েছে মানুষ
নামের প্রাণীটির  ,
সে নেতা হোক আর মন্ত্রী ।
আবার না পেলে ছিনিয়ে নেওয়া টা ও
অভ্যাসে পরিনত হয়েছে , সে যেমন করেই হোক ।

আপনারা কি বলেন   ?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

রোজভ্যালি চিটফান্ড কোম্পানির টাকা ফেরতের অর্ডার কপি ২০২৩ সারা ভারতবর্ষের জন্য

রোজভ্যালি চিটফান্ড কোম্পানির টাকা ফেরতের অর্ডার কপি ২০২৩ সারা ভারতবর্ষের জন্য  আমানতকারীদের জন্য যে শেষ অর্ডারটা হয়েছে এবং এই এডিসি ডিসপোজা...

A