বুধবার, ২৯ এপ্রিল, ২০২০

কোরোনা ভাইরাস অভিশাপ এবং আশীর্বাদ ও বটে

করোনা ভাইরাস অভিশাপ আশীর্বাদও বটে।
এই করোনাভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ার জন্য কিছু কিছু দেশে প্রচুর সংখ্যক মানুষ মারা গিয়েছে।
 অনেক মানুষের অসুবিধেও হচ্ছে হয়েছে। অবশ্য যে সংখ্যক মানুষ মারা গেছে কিছু কিছু রাষ্ট্রের ব্যতিক্রম।
 না হলে এমনিতেই রোগভোগে গাড়ি এক্সিডেন্টে প্রচুর মানুষ মারা যায় বা মারা যেত।

 কিন্তু তার সঙ্গে প্রাকৃতিক ভারসাম্য অনেকটা সুফল হয়েছে যেমন রাস্তাঘাট নদী জল বায়ু দূষণ মুক্ত হয়েছে ।
এবং লক্ষ লক্ষ মানুষ যে সারা বিশ্বে যান চলাচলের জন্য অ্যাক্সিডেন্টে মারা যেত তারাও রক্ষা পেয়েছে,
 পৃথিবীর বায়ুমণ্ডল অনেকটা পরিষ্কার শুদ্ধ হয়েছে কোটি কোটি অর্থ যেমন লোকসান হয়েছে তেমন অপচয় বন্ধ হয়েছে।
 পশু পাখিদের ক্ষেত্রে শতকরা 100% ভালো জলবায়ু প্রকৃতির ক্ষেত্রেও শতকরা হানডেট পারসেন ভালো হয়েছে ।
খারাপ হয়েছে শত শত প্রেম চার দেওয়ালের মধ্যে নীরবে-নিভৃতে আটকে রয়েছে শতশত বিবাহ বন্ধ হয়েছে হাজার হাজার ধর্ষণ বন্ধ রয়েছে অনেক অপরাধ হয়নি যেমন চুরি ডাকাতি ছিনতাই ইত্যাদি।
 হাসপাতালগুলোতে সাধারণ রোগীদের যে ভিড় লেগে থাকত সেটাও অনেক কমেছে।

 শুধু করোনা ছাড়া সবথেকে ভালো দিক যেটা পৃথিবী দূষণমুক্ত হয়েছে মানুষের অত্যাচারে প্রাণীরা অতিষ্ঠ হয়েছিল এই কদিন যাবত তারা মুক্তি পেয়েছে জঙ্গলের প্রাণী দের কথা বলছি।

 করোনা ভাইরাস এর একদিক যেমন খারাপ দিক তেমন ভালো দিকও আছে এর আগে পৃথিবী আমার মনে হয় না কোনদিন এই মানুষের সভ্যতার দেশেগুলোতে এভাবে কোলাহল থেমে গিয়েছিল দীর্ঘদিন।
যুগ যুগ একনাগাড়ে পৃথিবীর বুকে মানুষের অত্যাচারে অতিষ্ঠ হয়েছিল পৃথিবীর বুকটা তা থেকে একটুখানি অন্তত শান্তি পাচ্ছে।
 মনে হচ্ছে পৃথিবী একটু শান্তিতে নিঃশ্বাস নিচ্ছে ।

রোজভ্যালি চিটফান্ড কোম্পানির টাকা ফেরতের অর্ডার কপি ২০২৩ সারা ভারতবর্ষের জন্য

রোজভ্যালি চিটফান্ড কোম্পানির টাকা ফেরতের অর্ডার কপি ২০২৩ সারা ভারতবর্ষের জন্য  আমানতকারীদের জন্য যে শেষ অর্ডারটা হয়েছে এবং এই এডিসি ডিসপোজা...

A