বুধবার, ১২ সেপ্টেম্বর, ২০১৮

বালি সিমেন্ট ষ্টোনচিপ রড ইঁট চেনার উপায় ।

ভালো সিমেন্ট ও রড বালি ইঁট চেনার উপায়:-

সিমেন্ট--
ভাল সিমেন্টের রং সবুজাভ গ্রে হবে এর মধ্যে কোন শক্ত পিন্ড ডালা ডালা,
থাকবে না,
অন্য কোন কিছু মেশানো থাকবে না বস্তার মধ্যে হাত
দিলে ঠান্ডা অনুভব হবে সামান্য পরিমান সিমেন্ট নিয়ে জল ভর্তি বালতির জলের উপর ছেড়ে দিলে কিছুক্ষন জলের উপর সিমেন্ট
থাকবে।
ছিটানোর সাথে সাথেই নিচে পড়ে যাবে না দুই আঙ্গুলের মধ্যে সিমেন্ট নিয়ে আঙ্গুল ঘষতে খসখসে হবে না, পিচ্ছিল হবে।
প্রতি ঘণমিটারে ওজন 1440 কেজির কম হবে না।
ইনিশিয়াল সেটিং বা সাধারণ জমাট বাধার সময় 45 মিনিটের কম
হবে না। শক্ত বা কঠিন হওয়ার সময় 10 ঘন্টার বেশি হবে না;

স্টোন চিপস বা পাথর নন-প্লাস্টিক হবে। অর্থাৎ একে চ্যাপটা বা টেনে
লম্বা করা যাবে না অর্গানিক বা অন্যান্য বাহিরের কোনকিছু মিশ্রণ
থাকবে না ভাল গ্রেডের হতে হবে প্রতি ঘনমিটারে ওজন 1610
কেজির কম হতে পারবে না 3% এর বেশি ময়লা হতে পারবে না।

রড:
এর গায়ে কোন ক্র্যাক থাকবে না মরিচা থাকবে না,
ওজন প্রতি ঘনমিটারে 7850 কেজি এর কম হবে না,
একে 90 ডিগ্রি বাঁকিয়ে আবার সোজা করলে এর কোন
প্রভাব পড়বে না বা ক্র্যাক তৈরি হবে না।

বিদ্রঃ---

রডে মরিচা বা জং থাকলেই রড খারাপ তা ঠিক নয়। রডে 97-98% লোহা অর্থাৎ আয়রন  থাকে, আর বাতাসে 20-21% অক্সিজেন থাকে, তাই খুব ভাল মানের রড কেও যদি খোলা অবস্থায় রাখা হয় তাতে সহজেই মরিচা পড়বে কারণ বাতাসের আর্দ্রতা আর অক্সিজেনের সাথে আয়রন বিক্রিয়া করে মরিচা অর্থাৎ আয়রন অক্সাইড তৈরি হয়। রডের গুণাগুণ বুঝতে হলে কেমিক্যাল কম্পোজিশন জানতে হবে, টেনসাইল, ইল্ড, ইলোংগেশন, বেন্ড, রি বেন্ড ইত্যাদি টেস্ট করতে করতে হবে, যা শুধু স্পেশালাইজড ল্যাবে সম্ভব।  এক্ষেত্রে দেশের ভাল শীর্ষস্থানীয় রড কোম্পানির রড কে ইউজ করা যেতে পারে যারা মানের ব্যাপারে সবসময় সচেতন থাকে।

ইঁট অনেক রকমের হয় ,ইঁটের ছোটো বড়র উপরে, জলদাগি,পোড়া কমবেশি,জ্বালানির তফাতেও , এক নম্বর, এক নম্বর পিকে2,দুই নম্বর, দুই নম্বর পিকে 2,তিন নম্বর, চার নম্বর, আমুয়া,আদলা, বাটস বা নুড়ি আদলা,
ইত্যাদি রকমের উপর,এই নাম গুলো ভারতের মেদিনি পুর,হাওড়া,বসির হাটের এই সব নামে পরিচিত,
দাম কম বেশি হয়।

বালি মিষ্টি এলাকার একবারে ধুলো নয়,আবার খুব বড়ো নয়,মাঝারি মানের দানার বালিটা সব রকম কাজে লেগে যাবে,বালি বেশি দিন বাড়িতে মজুত করে না রাখাই ভালো,অনেক দিন বালি বাড়িতে মজুত করা থাকলে মাঝে মাঝে জল দিয়ে পেপার দিয়ে ঢেকে রাখবে।

পাকা বাড়ির তৈরির মিস্ত্রিকে রাজ মিস্ত্রি বলা হয়,
পুরানো দক্ষ, কাজের সময় কথা কম বলে মিস্ত্রিকে নিয়ে কাজ করলে বাড়ি ভালো তাড়াতাড়ি তৈরি হয়।

ষ্টোনচিপ পরিস্কার ,সাদা পাথর জড়িয়ে না থাকে,
ময়লা না থাকে, কালো, সহজে ভেঙ্গে গুঁড়ো না হয়, সেই ষ্টোনচিপ ভালো।

পরিস্কার মিষ্টি জল এবং ভালো মজবুদ কাট তকতা ব্যাবহার করা উচিত।

নিজের বাড়ি নিজে দাঁড়িয়ে থেকে তৈরি করা বুদ্ধিমানের কাজ । যারা বাড়ি তৈরি করেছে এমন বাড়ির মালিক বা গৃহস্থদের অভিঙ্গতা নেওয়া উচিত,সম্পূর্ন ইঞ্জিনিয়ার ,মিস্ত্রি দের ভরসা করা ঠিক নয়, বর্তমান যুগে ,

বাড়ি তৈরি করার আগে সমুহ টাকা জগাড়,
হিসাবের চেয়ে বেশি করে নিয়ে নামা উচিত ।

রোজভ্যালি চিটফান্ড কোম্পানির টাকা ফেরতের অর্ডার কপি ২০২৩ সারা ভারতবর্ষের জন্য

রোজভ্যালি চিটফান্ড কোম্পানির টাকা ফেরতের অর্ডার কপি ২০২৩ সারা ভারতবর্ষের জন্য  আমানতকারীদের জন্য যে শেষ অর্ডারটা হয়েছে এবং এই এডিসি ডিসপোজা...

A