728.90

১৯ মার্চ, ২০১৭

ভারত বর্ষের বর্তমানে রাজনীতির নেতাদের যা দুরবস্থা তাতে করে , ত্যাগী যোগী মুনিঋষিদের ভোট দেওয়া উচিত,

<script async src="//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js"></script> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({ google_ad_client: "ca-pub-4934217465148674", enable_page_level_ads: true }); </script>

যখনই ধর্ম সংকট, পাপ অন্যায় , হানাহানি দুরাচারিদের বাড়বাড়ন্ত বেড়ে গিয়ে সাধারণ মানুষ
অতিষ্ঠ হয়ে উঠেছে ।
তখনই কোনও না কোনও অবতার বা মুনি ঋষির দের আবির্ভাব হয়েছে, রাজনীতি তে ,
পুরাণ ও তাই বলে এসেছে ,
যেমন পরশুরাম ইত্যাদি মুনিঋষিদের
পৃথিবী শাসন করতে দেখা গিয়েছে ,
আবার যখন ন্যায় ধর্মে ফিরেছে সব মানুষ তখন তারা ফিরে গিয়েছে ,
ঈশ্বর সাধনায় ।
এখন যেমন উত্তর প্রদেশে যোগী আদিত্যনাথ মন্ত্রী হয়েছেন,
তবে দেখার শাসন কেমন করে ,
লোভ লালসা কাম, বর্তমানে মানুষ আর
ন্যায় ধর্মের পথে বেশির ভাগই,  কেউই নেই,
যদি বা ন্যায় ধর্ম পালন করতে চায় অনেকে , কিন্তু অন্যায় কারি পাপি লম্পট চোর ঘুষখোর খুনি লোভী নেতাদের জন্য, তাদের চাপে'
ধার্মিক ও অধার্মিক হয়ে উঠছে ,
তাই ত্যাগী যোগী মুনিঋষিদের ভোটে
জিতিয়ে ভারত কে সচ্ছ করার জন্য
প্রত্যেক ভারতীয় সাধারণ মানুষ দের
এগিয়ে আসা উচিত,
না হলে , আপনার পরবর্তী প্রজন্মের
অকাল বোধন রোধ করা সম্ভব নয় ।

আপনারা কি বলেন  ?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Thanks

মনোরঞ্জন মিনি পার্ক কে প্লট সুন্দর বন

MANORANJAN Mini park Kplot  মনোরঞ্জন মিনি পার্ক কে প্লট মনোরঞ্জন মিনি পার্ক কেপ্লট এটির প্রথমে নাম ছিল।  প্রথমে আরতি মিনি পার্ক মানে আরতি রা...