শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৭

সরকার চাকুরি ওয়ালাদের মাইনে বাড়াচ্ছে, কিন্তু গরিবদের জন্য কি বাড়চ্ছে ?

ভারতের প্রত্যন্ত গ্রাম গুলো তে এখনও কি নিদারুণ দুরবস্থায় কোটি কোটি গরিব মানুষরা দিন কাটাচ্ছে ।
এদিকে সরকার লক্ষ কোটি টাকা সরকারি কর্ম চারি দের দিনের পর দিন মাইনে বাড়িয়েই চলছে ।
ভারতীয় গরিব রা কি বানের জলে ভেসে এসেছে এদের নিয়ে কি রাষ্ট্র নয় , না এরা কর দেয়না । গরিবদের ও মাসে মাসে খাদ্য সুরক্ষার চাল গম তেল ইত্যাদির পরিমাণ বাড়ানো হোক, এবং প্রতি মাসে মাসে 5000 হাজার টাকা করে ভাতা দেওয়া হোক,
ভারতীয় সমস্ত গরিব পরিবার কে ।
পৃথিবী তে সবাই বাঁচতে এসেছে , এক শ্রেণীর মানুষ চির সূখে থাকবে আর এক শ্রেণীর মানুষ দুঃখে কাটাবে ।
তাহলে গনতণ্ত্রে ব্যবস্থার কি লাভ  ?
যে সরকারের পরিচালক রা গরিবদের জন্য ভাবে না তাদের মরে যাওয়াই উচিত,
পাঠকের কি মত  ?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

রোজভ্যালি চিটফান্ড কোম্পানির টাকা ফেরতের অর্ডার কপি ২০২৩ সারা ভারতবর্ষের জন্য

রোজভ্যালি চিটফান্ড কোম্পানির টাকা ফেরতের অর্ডার কপি ২০২৩ সারা ভারতবর্ষের জন্য  আমানতকারীদের জন্য যে শেষ অর্ডারটা হয়েছে এবং এই এডিসি ডিসপোজা...

A