শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৭

মাত্র দুই বছর প্রত্যন্ত গ্রামে চাকুরি করুন, এইডা কেমন কথা হইল ?

গ্রামের মানুষ সবসময়ই চাকুরির ক্ষেত্রে পিছিয়ে কেন জানেন, অনেক গুলো কারন তার মধ্যে যেমন' গ্রামের  স্কুল গুলো তে মাস্টারের অভাব, স্কুল গুলো তত উন্নত নয় , আবার জমিজায়গা বিক্রি করে ও যদি ছেলেদের পড়াশুনা করায় তাও আবার মটা টাকা ঘুষ দিতে না পারার জন্য,  আবার বড়ো বড়ো নেতারা তো শহরেই থাকে তা একটা বড়ো কারন,
এখন তো আবার পড়াশুনার মান ভালো না হলেও চলবে , কিন্তু পলিটিকস্ টা ভালো করে জানতে হবে , এবং নেতার হয়ে গরিবদের ভয় দেখিয়ে ভোট পাইয়ে দিতে পারলেই কিন্তু চাকরি টা আপনার পাক্কা ।
আর কিছু নেতা মন্ত্রী যে বলে প্রত্যন্ত গ্রামে ডাক্তার মাষ্টার দুই বছর বাধ্যতা মূলক,
আমি বলিকি তার পর গ্রাম গুলো কি মাষ্টারের ডাক্তারের অভাবে ছেলেদের চুরি করতে আর চাষবাস পা ধোয়া নো চাকর গিরি আর বিনা চিকিত্সায় মরবে ।
ভারত বর্ষে কি বেকারের অভাব না গ্রামে যুবক যুবতীদের অভাব ।
কেন শুধু শুধু  যাদের কাজের প্রতি ইচ্ছে নেই যারা বিলাস ব্যাসন করার জন্যই চাকরি চায় ,
তাদের কি চাকরি না দিলেই নয় ।
আসলে ভারত বর্ষের নেতা মন্ত্রী রা চায়না গরিব দুর্বল মানুষ রা সুখী হোক,
তাহলে এদের পা দাবানোর চাকর গিরি কে করবে ।
আর যদি আমার মতকে অস্বীকার করেন তাহলে অবশ্য গ্রামের ছেলেদের শিক্ষিত করে তুলে গ্রামের মধ্যে যত চাকরি সমস্ত চাকরি গ্রামের ছেলেদের দেওয়া হোক ।
তাহলেই অনেক সমস্যার সমাধান হবে ।
আপনারা কি বলেন  ?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

রোজভ্যালি চিটফান্ড কোম্পানির টাকা ফেরতের অর্ডার কপি ২০২৩ সারা ভারতবর্ষের জন্য

রোজভ্যালি চিটফান্ড কোম্পানির টাকা ফেরতের অর্ডার কপি ২০২৩ সারা ভারতবর্ষের জন্য  আমানতকারীদের জন্য যে শেষ অর্ডারটা হয়েছে এবং এই এডিসি ডিসপোজা...

A