728.90

৪ মে, ২০২৫

রোজভ্যালী টাকা ফেরত দিচ্ছে ওয়েবসাইট কত দিন খোলা থাকতে পারে এ ডি সি ?

রোজ ভ্যালি চিট ফান্ড কোম্পানি টাকা ফেরত দিচ্ছে। তাড়াতাড়ি করুন বন্ধ হয়ে যাবে আবেদন করা ওয়েবসাইট

রোজভ্যালির এডিসি কমিটি টাকা ফেরত দিচ্ছে আমানতকারীদের অনেকদিন থেকে।

 একটি ওয়েবসাইট চালু হয়েছে এবং তাতে প্রায় এ পর্যন্ত 32 লক্ষেরও বেশি আমানতকারী আবেদন করেছেন। এবং এ পর্যন্ত প্রায় পাঁচ ছয় ধাপে অ্যাকাউন্ট ডিসপোজাল কমিটির দিলীপ সেট মহাশয় পরিচালনায় প্রায় ৫৪ হাজারেরও মতো প্রতারিত আমানতকারীরা টাকা ফেরত পেয়েছেন।

 এবং প্রায় এক লক্ষ কুড়ি হাজারেরও বেশি আমানতকারী আবেদনে বিভিন্ন রকমের ভুলের কারণে তারা টাকা ফেরত পায়নি। 

যারা আবেদন করেছেন তাদের বিভিন্ন রকমের ভুল হয়েছে যেমন ব্যাংক একাউন্টের সংখ্যা নামের বানানের দু একটি অক্ষর আধার কার্ডের কিছু সংখ্যা এইরকম ত্রুটি বিচ্যুতি হয়েছে সেই ভুলগুলি সংশোধন করার জন্য ADC কমিটি থেকে আবার পুনরায় মেসেজ করা হয়েছে বা তাদের জন্য আবার কেওয়াইসি এডিট করার জন্য অপশন খুলে দেওয়া হয়েছে তারা তাদের সার্টিফিকেট নাম্বার দিয়ে অ্যাপস ওপেন করে অথবা ওয়েবসাইটে গিয়ে ওই লিংকে গিয়ে আবার তারা সঠিকভাবে আবেদনটি সম্পূর্ণ করে সাবমিট করতে পারেন।
 ধরুন যাদের বানান ভুল আধার কার্ড ব্যাংক অ্যাকাউন্ট সার্টিফিকেটের সঙ্গে মানানসই বানান নেই তারা এফিট ওপিট একটি জমা দেবেন বিশেষ করে যারা এখনো আবেদন করেননি, বিভিন্ন রাজ্যে অনেকে হয়তো জানেই না বা গড়িমসি করছে আবেদন করব তারা তাড়াতাড়ি আবেদন করে দিন।

 সম্ভবত তিন থেকে চার মাসের মধ্যে আবেদন করার জন্য ওয়েবসাইটটি বন্ধ হয়ে যেতে পারে এবং যারা আবেদন করেছেন তাদের ভুল যদি থাকে তারা কমিটি থেকে মেসেজ পেলে আবার তারা কে ওইসি এডিট করতে পারবেন তার জন্য কোন সমস্যা হবে বলে মনে হয় না।

 এ পর্যন্ত এডিসি কমিটি ১০ থেকে ১২ হাজার টাকা পর্যন্ত টাকা ফেরত করেছেন একজন গ্রাহকের জন্য ।
তবে প্রথমে ২১ কোটি টাকার মত পেয়েছিলেন এবারে প্রায় কয়েকশো কোটি টাকা পেয়েছেন বা আরো কিছু সম্পত্তি আছে সেগুলো বিক্রি করেও আরো টাকা হবে তবে কমিটির লক্ষ্য দুই থেকে তিন বছরের মধ্যে সবার টাকা ফেরত করে দেওয়া।
 টাকা ফেরত পেয়েছেন যারা ধরুন আপনি এক লক্ষ টাকা দিয়েছেন। অথবা ৩০ হাজার টাকা দিয়েছিলেন আপনাকে 12 হাজার টাকা ফেরত দিয়েছে। আর বাদ বাকি টাকা ও কিস্তি অনুসারে আপনাকে ফেরত করবে এডিসি কমিটি। একসঙ্গে পুরোটা পাবেন না ।

যারা রোজভ্যালি বা অন্যান্য চিট ফান্ড কোম্পানির আবেদন করতে চান তারা একটি অ্যাপস এপিকে ফাইল ইনস্টল করে রাখতে পারেন যার মধ্যে আপনি সাহারা রোজভ্যালি বা তালুকদার কমিটির সমস্ত কোম্পানির একসঙ্গে আবেদন করতে পারবেন। অপশন দেওয়া আছে মানে ওই অ্যাপটিতে একসঙ্গে সমস্ত ওয়েবসাইটগুলোকে ওর ভেতরে রাখা আছে যাতে আপনি ওয়েবসাইটগুলো খুঁজেতে আপনাকে হয়রানি পেতে হয় ।

মাঝে মাঝে আপনি যে আবেদন করেছেন তার সার্টিফিকেট নাম্বার দিয়ে টেটাস চেক করতে পারবেন আবার আবেদনও করতে পারবেন লিংকটি এই ওয়েবসাইটে পেয়ে যাবেন অ্যাপস যদি ইন্সটল করতে চান প্রথমে এপিকে ফাইলটা ডাউনলোড করে আপনার chrome browser কে অনুমতি দিয়ে আপনার মোবাইলে ইন্সটল করে নিতে পারেন অ্যাপস লিংক 
ক্লিক করুন rose valley aap

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Thanks

শিক্ষার নামে ভারতবর্ষে লুঠতরাজ চলছে, ৫০ টাকার বই ৫০০ টাকায় বিক্রি হচ্ছে।

শিক্ষার নামে ভারতবর্ষে লুঠতরাজ চলছে প্রতি বছর একটি শব্দ দুটি শব্দ পাল্টে দিয়ে নতুন বই বিক্রি হচ্ছে প্রতিবছর বই বাতিল হয়ে যাচ্ছে। ৫০ টাকার ...