প্রায় 80 বছর আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পৃথিবীতে হিরোশিমা এবং নাগাসাকি শহরে দুটি পরমাণু বোমা ফেলা হয়েছিল। তার প্রভাব সারা বিশ্ব আজও দেখছে এবং ভোগ করছে।
সেই পরমাণু বোমাতে একটি শহরে এক লক্ষ ৪০ হাজার মানুষ এবং আরেকটি শহরে ৮০ হাজার মানুষ ঝলসে পুড়ে মারা গিয়েছিল এই হিসাবটি বেসরকারি।
সরকারি হিসেবে একটু কম।
এখনো জাপানে হিরোশিমা নাগাসাকিতে বিকলাঙ্গ শিশুদের জন্ম হচ্ছে। এই পরমাণু বোমা পৃথিবীতে এখন খুবই আধুনিককরন হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পরমাণু বোমাটির জা শক্তি ছিল বর্তমান পৃথিবীতে যে কয়েকটি রাষ্ট্র তে পরমাণু বোমা আছে তার কয়েক গুণ বেশি শক্তি এবং আরো মারাত্মক ভাবে তৈরি করা হয়েছে।
বিশেষজ্ঞদের মতে বর্তমান যে পরমাণু বোমা তৈরি হয়েছে তা যদি একটি পৃথিবীতে কোন লোকালয়ে ফেলা হয় সেই জায়গাটি কয়েকশো বছর কোন প্রাণের গঠন হবে না মরুভূমিতে পরিণত হয়ে যাবে।
এখন আসুন জেনে নিই এই পরমাণু বোমা তৈরি করতে খরচ কত একটি পরমাণু বোমা তৈরি করতে ৩ হাজার থেকে ৬ হাজার কোটি টাকা পর্যন্ত।
শুধু বোমা তৈরি করলেই হবে না এর সংরক্ষণ করতে হবে। একে মাটির অনেক গভীরে ঠান্ডা জায়গায় মানে ঠান্ডা করে রাখতে হয়।
এর সংরক্ষণ করতে প্রতি বছর হাজার হাজার কোটি টাকা খরচ এক সমীক্ষায় দেখা গেছে এই পরমাণু বোমা সংরক্ষণে এ পর্যন্ত 8 লক্ষ থেকে দশ লক্ষ কোটি টাকা খরচ হয়েছে একটি রাষ্ট্রের ।
এই পরমাণু বোমা কত দিন পর্যন্ত ভালো থাকে ৩০ থেকে ৪০ বছর পর্যন্ত ।
একে আবার নতুন করে তৈরি করতে হয়। আবার ৪০ থেকে ৫০ বছর ভালো থাকবে। এই পরমাণু বোমা তৈরি এবং সংরক্ষণ করতে প্রচুর টাকা খরচ হয় আবার এই পরমাণু বোমা শুধু তৈরি করে রাখলেই হয় না যদি কোন রাষ্ট্রের উপর আঘাত হানতে হয় এই বোমা কে একটি মিসাইল এর উপর ভর করে পাঠাতে হবে।
এই এক একটি মিসাইল খরচ বড় ছোট পরমাণু বোমার উপর নির্ভর করে এবং বেশি কম পাল্লার সেরকম খরচ কম 35 থেকে 4০০ কোটি টাকা প্রতিটি মিসাইল একটি করে পারমাণবিক বোমা বহন করবে ।
আপনাদেরকে যতটুকু সম্ভব হিসেব দিতে পারলাম কারণ কি পরমাণু বোমা সম্পর্কে সাধারণ মানুষের সামনে সঠিকভাবে কোন লেখা বাহির করা নিষিদ্ধ। তাই আনুমানিক একটি হিসেব তুলে ধরলাম কমেন্ট করে জানান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Thanks