728.90

১৮ অক্টো, ২০২২

আত্মা হলো অবিনশ্বর

পৃথিবীতে সমস্ত প্রাণী দেহই নশ্বর ।
দেহ হল পচনশীল যার শেষ আছে।
 মৃত্যুই চিরসত্য ।
দেহের মধ্যে যে প্রাণ থাকে যা জীবন্ত মনে হয় সেই প্রাণ হলো অবিনশ্বর ,যার অপর নাম আত্মা।
 আত্মার মৃত্যু নেই।
 আত্মার পুনর্জন্ম হয়।
 আমাদের এই ব্রহ্মাণ্ডে লক্ষ কোটি গ্লাকসি আছে, আত্মা বিভিন্ন গ্যালাক্সিতে বিভিন্ন সময় কোটি কোটি বছর বিচরণ করতে করতে জন্ম নেয়।
 পুরানো পোশাক ছেড়ে যেমন আমরা নতুন পোশাক ধারণ করি ,
আত্মাও পুরনো পচনশীল দেহ ছেড়ে নতুন দেহে প্রবেশ করে ।
ওম নমঃ শিবায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Thanks

শিক্ষার নামে ভারতবর্ষে লুঠতরাজ চলছে, ৫০ টাকার বই ৫০০ টাকায় বিক্রি হচ্ছে।

শিক্ষার নামে ভারতবর্ষে লুঠতরাজ চলছে প্রতি বছর একটি শব্দ দুটি শব্দ পাল্টে দিয়ে নতুন বই বিক্রি হচ্ছে প্রতিবছর বই বাতিল হয়ে যাচ্ছে। ৫০ টাকার ...