728.90

১৮ অক্টো, ২০২২

দুঃখ হলো সুখ সাধের মসলা দুঃখ মসলা না থাকলে সুখের স্বাদ পাওয়া যায় না।

আপনি কি মানুষ্য জীবনের ঘাত প্রতিঘাতে খুবই দুঃখ পান তাহলে এই কথাগুলি মেনে চলুন দুঃখ আর আসবে না মনে ।
ভগবান কৃষ্ণ বলেছেন পরিবর্তনই সংসারের নিয়ম,
আপনি যদি বড় কোন দুঃখ বা সুখ পান তা আপনার ভাগ্যে আগে থেকেই বিধাতা লিখে দিয়েছিল ।
আর ছোটখাটো ঘনঘন দুঃখ আর সুখ পান তাহলে আপনার নিজের কর্ম দোষেই তা হয়।
দুঃখ পেয়ে আপনি যদি মানসিকভাবে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন ভেঙে পড়েন সেটাই আপনার জীবনের চরম ব্যর্থতা বলে প্রমাণ হয়।
 যখন দুঃখ আসবে সেটাকে যদি আপনি জীবনের অল্প সময়ের অভিনয়ে বলে অভিনয় করে যান তাহলে আপনার বা আপনি ততটা ভেঙে পড়বেন না। 
প্রকৃতি যদি আপনাকে জোর করে থামিয়ে দেয় তার পরে আবার নতুন জীবন শুরু হবে তাই এ নিয়ে মনে দুঃখ করে লাভ নেই ।
শরীর নশ্বর আমাদের আত্মা অবিনশ্বর এর মৃত্যু নেই। 
একটি পুরনো পোশাক ছেড়ে আরেকটি নতুন পোশাক পরার নামই জীবন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Thanks

শিক্ষার নামে ভারতবর্ষে লুঠতরাজ চলছে, ৫০ টাকার বই ৫০০ টাকায় বিক্রি হচ্ছে।

শিক্ষার নামে ভারতবর্ষে লুঠতরাজ চলছে প্রতি বছর একটি শব্দ দুটি শব্দ পাল্টে দিয়ে নতুন বই বিক্রি হচ্ছে প্রতিবছর বই বাতিল হয়ে যাচ্ছে। ৫০ টাকার ...