ভারত সরকার এবং আধার দপ্তর কে খোলা চিঠি,
মহাশয়,
এই যে আমি একজন ভারতীয়,
আমার বিনিত আবেদন, অনেক মোবাইল কোম্পানি আছে যাদের সিম বা মোবাইল নং ব্যাবহারের ক্ষেত্রে কিছু নিয়ম আছে নির্দিষ্ট সময়ে রিচার্জ না করলে বা আউট গোইংকল বন্ধ থাকলে
সেই মোবাইল নং টি বন্ধ করে আবার ওই নম্বর টি নতুন করে সিম তৈরি করে
ওই একই নম্বর অন্য কোনও ব্যাক্তিকে বিক্রি করা হয় ।
যে কারনে ওই নং টি পুর্বের ব্যাবহার কারির বা আগের ব্যাক্তির আধার বা ব্যাঙ্কে দেওয়া থাকলে ।
অনেক বিপদ হতে পারে,
কারন পরের ওই একই মোবাইল নং ব্যাবহার করে আধারের এবং ব্যাঙ্কের বা অন্য কোনও সংযোগের স্থানে'
অনেক তথ্য পরিবর্তন করে কাজ হাসিল
করতে পারে ।যেমন আধার লিংকে গিয়ে বা ব্যাঙ্কের ইন্টারনেটে
ওটিপি ব্যাবহার করে,
কারন ওই মোবাইল নং টি বিভিন্ন জায়গায় যোগ থাকার কারনেই এই সুবিধা হতে পারে ।
তাই অনুরোধ মহাশয় গন আধার নম্বরের মতোই এক ব্যাক্তি এক মোবাইল নং করা হউক ।এইরকম টি হলে আমার মতে অনেক সমস্যার সমাধান হতে পারে ।
ইতি -
তিরঞ্জন
tiranjankhatua.blogspot.com এই ব্লগে আপনারা দারুন দারুন সব খবর পাবেন যেমন চিটফান্ড টাকা ফেরত এর জন্য অনলাইনে বিভিন্ন কোম্পানির মাল কেনাকাটা কম দামে আরো মজার মজার খবর পাবেন।
728.90
১২ জানু, ২০১৮
আধার কার্ড বা ব্যাঙ্কে মোবাইল নম্বর যোগে মারাত্মক বিপদ অপেক্ষা করছে, পড়ুন
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
শিক্ষার নামে ভারতবর্ষে লুঠতরাজ চলছে, ৫০ টাকার বই ৫০০ টাকায় বিক্রি হচ্ছে।
শিক্ষার নামে ভারতবর্ষে লুঠতরাজ চলছে প্রতি বছর একটি শব্দ দুটি শব্দ পাল্টে দিয়ে নতুন বই বিক্রি হচ্ছে প্রতিবছর বই বাতিল হয়ে যাচ্ছে। ৫০ টাকার ...
-
পৃথিবী তে মানব মানবি দেহের গঠন অনুযায়ী যোনির আকৃতি হয় , আবার সব লিঙ্গ সব যোনিতে আরাম দায়ক হয় না । তাই মরিচিকার মত ছেলে মেয়েরা এর ওর প...
-
আরাকান আর্মি খবর ভিডিও ভিডিওটি দেখার আগে সতর্ক হোন ভিডিওটি আপনাকে দেখা ভয়ের হতে পারে প্রাপ্তবয় করাই ভিডিওটি দেখবেন। আরাকান আর্মিরা নিজেদে...
-
বিভিন্ন রকমের ঘরোয়া অস্ত্রশস্ত্র কাজের জন্য ব্যবহার করুন। কুঠার স্টিলের তৈরি ওজন আছে ৫৬৭ গ্রাম যেদিন পোস্ট করা হয়েছে সেদিন যদি অনলাইনে কিন...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Thanks