728.90

১২ জানু, ২০১৮

আধার কার্ড বা ব্যাঙ্কে মোবাইল নম্বর যোগে মারাত্মক বিপদ অপেক্ষা করছে, পড়ুন

ভারত সরকার এবং আধার দপ্তর কে খোলা চিঠি,
মহাশয়,
এই যে আমি একজন ভারতীয়,
আমার বিনিত আবেদন, অনেক মোবাইল কোম্পানি আছে যাদের সিম বা মোবাইল নং ব্যাবহারের ক্ষেত্রে কিছু নিয়ম আছে নির্দিষ্ট সময়ে রিচার্জ না করলে বা আউট গোইংকল বন্ধ থাকলে
সেই মোবাইল নং টি বন্ধ করে আবার ওই নম্বর টি নতুন করে সিম তৈরি করে
ওই একই নম্বর অন্য কোনও ব্যাক্তিকে বিক্রি করা হয় ।
যে কারনে ওই নং টি পুর্বের ব্যাবহার কারির বা আগের ব্যাক্তির আধার বা ব্যাঙ্কে দেওয়া থাকলে ।
অনেক বিপদ হতে পারে,
কারন পরের ওই একই মোবাইল নং ব্যাবহার করে আধারের এবং ব্যাঙ্কের বা অন্য কোনও সংযোগের স্থানে'
অনেক তথ্য পরিবর্তন করে কাজ হাসিল
করতে পারে ।যেমন আধার লিংকে গিয়ে বা ব্যাঙ্কের ইন্টারনেটে
ওটিপি ব্যাবহার করে,
কারন ওই মোবাইল নং টি বিভিন্ন জায়গায় যোগ থাকার কারনেই এই সুবিধা হতে পারে ।
তাই অনুরোধ মহাশয় গন আধার নম্বরের মতোই এক ব্যাক্তি এক মোবাইল নং করা হউক ।এইরকম টি হলে আমার মতে অনেক সমস্যার সমাধান হতে পারে ।
                                   
                                  ইতি -
                                      তিরঞ্জন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Thanks

মনোরঞ্জন মিনি পার্ক কে প্লট সুন্দর বন

MANORANJAN Mini park Kplot  মনোরঞ্জন মিনি পার্ক কে প্লট মনোরঞ্জন মিনি পার্ক কেপ্লট এটির প্রথমে নাম ছিল।  প্রথমে আরতি মিনি পার্ক মানে আরতি রা...