পরমাণু বোম ফাটলে বা পড়লে ভয় পাওয়ার দরকার নেই,
জানুন বাঁচবেন কি ভাবে,
যদি দেখেন পরমাণু আপনার সামনে
দেড় মাইলের মধ্যে পড়েছে তাহলে প্রথমেই ছোটাছুটি না করে সোজা হয়ে দাঁড়ান প্রথম শব্দ হওয়ার সাথেসাথেই চোখ বন্ধ করে নিন
আপনার ইষ্ট দেবতার নাম জব করেনিন
11
1
5 সেকেন্ডেই পরের শব্দটি হওয়ার সাথে
আপনার ভাবনাটি অন্তত চারিদিকে উড়েবেড়াবে কয়েক মিনিট ।
Click links video
কারন এতকাছ থেকে এত দ্রুত বাঁচা সম্ভব নয় ।
তবে যদি একটু দূরে
মানে দেড় মাইলের থেকে বেশি হয় পরমাণু পড়ে তাহলে বাঁচা সম্ভব, মাত্র 5 সেকেন্ডে ব্যাবস্থা নিতে হবে '
কি ভাবে বুঝবেন পরমাণু হামলা হয়েছে
প্রথম শব্দ হওয়ার সাথে তরকারি রান্নার সময় যে ভাবে পাঁচফোড়ন দেওয়ার শব্দ হয় আর একটি ধোঁয়ার কুন্ডুলি পাকিয়ে উপরে উঠে সেইরূপ দেখতে দুরের আকাশে দেখতে লাগবে সময় নেই প্রথম শব্দ হওয়ার 5 সেকেন্ডের মধ্যেই কাছাকাছি কোথাও চওড়া দেওয়াল নিচু খাদ গর্ত ভাব এমন জায়গায় গিয়ে কানে
দুই হাত দিয়ে জোরে কান বন্ধ করূন জমিতে মুঁখ নিচু করে শুয়ে পড়ুন কারন
11
1
প্রথম শব্দ হওয়ার পাঁচ সেকেন্ডের মধ্যে যে শব্দ টি হবে আগের থেকে একশ গূণ বেশি আওয়াজ আর ভূমিকম্প হবে কান বধির হয়ে যেতে পারে ।
আর আপনি এইটা ভাবছেন তবে কি করে
বাঁচাযাবে , 3 সেকেন্ডের মধ্যেই আপনার মাটির নিচে থাকা বাড়িতে চলে যান,
অবশ্যই আগে থেকে বানিয়ে রাখূন,
কি ভাবে বানাবেন মাটির অন্তত দশ বারো ফুট নিচে পাথর দিয়ে বা ইঁট বালি সিমেন্ট হলে চার পাঁচটি ইঁটের সমান চওড়া করে দেওয়াল করতে হবে মজবুত না হলে ভূমিকম্পে ভেঙে পরবে ।
Click
ওই ঘরের মধ্যে আগে থেকেই যাযা রাকতে হবে 20 25 দিনের খাবার জল খাবার, রেডিও কারন পরমাণু হামলা হলে মোবাইল গুলি কাজ করবেনা ,
টর্চ ব্যাটারি শুকনো খাবার নিরামিষ, বমির, ঘুমের, জ্বরের, কাটাছেঁড়ার ইত্যাদি ওষুধপত্র রেখেদেবেন, ওখানে যতজন থাকবেন অন্তত পক্ষে 20 দিনের খাবার জল খাবার ওষুধপত্র নিবেন, কুড়ি দিনের পরে বেরোবেন, তার আগে বেরলে অসুস্থ হয়ে মারা যাওয়ার ভয় আছে , তবে রেডিও তে কান রাখবেন ততদিনে
11 1
দেশের সেনাবাহিনী উদ্ধার কাজে নেমে পড়বে ।জলটা বেশি করে রাখবেন বেশি বেশি খাবেন না, কম খাবেন ।
পরিস্থিতির ওপর নজর রাখবেন,
তাহলে যদি বাঁচা সম্ভব হয়তো ।
যদি ভালো লাগে এই লেখাটি লাইক করে শেয়ার করবেন, তিরঞ্জন,
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Thanks