বুধবার, ২৩ আগস্ট, ২০১৭

আবেদন যাত্রা অর্থ লগ্নি কান্ডে , অর্থ ফেরত পাওয়ার আন্দলন,

গতকালের আন্দলনে হাজার হাজার মানুষের
ঢল অনেক বিশিষ্ট জন উপস্থিত ছিলেন ।
সত্য বললে হয়তো দোষী হবো ।
আসল চোররা দিব্বি ঘুরে বেড়াচ্ছে। এদের সবাইকে আগে জেলে পুরতে হবে। তারপর চিটফান্ডের টাকায় তৈরি করা সম্পত্তি বাজেয়াপ্ত করে নিলামে বিক্রি করে কোটি কোটি গরিব প্রতারিত লাঞ্ছিত এজেন্ট গরিব আমানতকারীদের টাকা ফেরতের ব্যবস্থা করতে হবে।
টাকা ফেরত না পাওয়া পর্যন্ত এই ঐক্য সর্ব ভারতীয় দের মিলিত আন্দোলন পঞ্চায়েত বা পুরসভার মতো একেবারে নিচুস্তরে ছড়িয়ে দিতে হবে।মঙ্গলবার চিটফান্ড আমানতকারী ও এজেন্টদের সুরক্ষা মঞ্চের ডাকে ধর্মতলায় আয়োজিত এক বিশাল জনসভায় এইভাবে কড়া ভাষায় আক্রমণ করেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র,
সূর্যকান্ত মিশ্র ই নন, গতকালের সভায় উপস্থিত শ্যামল চক্রবর্তী, সুজন চক্রবর্তী, বিকাশ ভট্টাচার্য, দীপক দাশগুপ্ত, অশোক ঘোষ, অসীম চট্টোপাধ্যায়ের ও আরো শুভবুদ্ধি সম্পন্ন ব্যাক্তিগণ ।
একই সুরে এই সওয়াল করেন কংগ্রেসের নামি বিধায়ক অসিত মিত্র ।
তবে সমাবেশে উদ্যোক্তারা তৃণমূল ও বিজেপিসহ আরও অনেক দলকে আমন্ত্রণ জানালেও বাকিরা কেউই তাদের প্রতিনিধি পাঠায়নি। সম্ভবত গোটা কর্মসূচির পিছনে মূলত সিপিএমের উদ্যোগ থাকায় জোড়াফুল বা পদ্মফুল শিবির এই রাস্তায় হাঁটেনি।
চিটফান্ডকাণ্ডে ভুক্তভোগীদের এই কর্মসূচি
পশ্চিমবঙ্গ ছাড়াও আরও অন্তত 20,22 টি রাজ্য থেকে মানুষ এসে জড়ো হয়েছিলেন এই শহরে। হাওড়া ও শিয়ালদহ থেকে দুটি বিরাট মিছিল বের হয়ে ধর্মতলায় আসে। এই সমাবেশের নাম দেওয়া হয়েছিল আবেদন যাত্রা। এই প্রথম কোনও সংগঠন কেন্দ্র বা রাজ্য সরকার, এমনকী রাজ্যপালের মতো কোনও সাংবিধানিক কর্তার কাছে স্মারকলিপি দিল না। পরিবর্তে হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে আমাদের
আর্জি নিয়ে হাজির হয়েছিল সুরক্ষা মঞ্চের প্রতিনিধিরা। সংগঠনের আহ্বায়ক সুবীর দে’সহ প্রতিনিধিদলের সঙ্গে প্রধান বিচারপতির প্রতিনিধি হিসাবে দেখা করে দাবিপত্র গ্রহণ করেন তাঁর দপ্তরের এক সিনিয়র আধিকারিক। সুবীরবাবু পরে জনসভায় এসে মাইকে দাবি করেন, চিটফান্ড সংস্থা ও তার সুবিধাভোগীদের যাবতীয় সম্পত্তি বাজারদরে কেন্দ্রীয় ও রাজ্য সরকার ভাগাভাগি করে অধিগ্রহণ করুক এবং এব্যাপারে উচ্চ আদালতে একাধিক কমিটি গঠন করে সেই অর্থ বণ্টনের নির্দেশ দিক
তাদের এই দাবি বিবেচনাযোগ্য বলে মনে করেছে হাইকোর্ট কর্তৃপক্ষ। পাশাপাশি টই 143 চিটফান্ড কোম্পানিকে নিয়ে যে সব মামলা দুই বিচারপতির বিশেষ বেঞ্চে চলছে, তার দ্রুত নিষ্পত্তির জন্য সপ্তাহে তিনদিন সকাল সাড়ে দশটা থেকে চারটে পর্যন্ত শুনানির ব্যবস্থা করার দাবিও জানানো হয়েছে হাইকোর্ট কর্তৃপক্ষের কাছে। তবে বিচারাধীন বিষয় বলে এই দাবিপত্রের বিষয়গুলি নিয়ে হাইকোর্টে পৃথক আবেদন বা পিটিশন করার পরামর্শ দিয়েছে তারা। আমরা আইনজীবীদের সঙ্গে কথা বলে সেই মতো শীঘ্রই পদক্ষেপ করব।
এদিনের সমাবেশে বক্তাদের মুল বিষয় প্রতারিত দের অর্থ ফেরতের প্রসঙ্গ।
এবং রাজ্য ও কেন্দ্র কে এ বিষয়ে দ্রুত ব্যাবস্থা নিতে অনুরোধ করলেন ।
যেসব আমানতকারীরা এখনও পর্যন্ত ধৈর্য হারা হয়ে এজেন্ট দের উপর হামলা বা গাল মন্দ করছেন বা যারা এইসব হামলা বা এজেন্ট দের উপর নির্যাতন করার জন্য উসকানি দিচ্ছে তাদের কে কোটের বার্তা পৌঁছেদিন । আপনারা ধৈর্য হারা হবেন না টাক ফেরত পাবেন একটু সময় দিয়ে পরবর্তী আন্দলনে সামিল হোন ।
বাস্তবে এই অর্থ লগ্নি কান্ডে গরিব এজেন্ট দের দোষই নয় ।
আমিও চাই ভারতের সমস্ত সরকার প্রতারিত দের মানুষ ভেবে সঠিক পদক্ষেপ গ্রহণ করুক ।
  আর আপনারা কি চান   ?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

রোজভ্যালি চিটফান্ড কোম্পানির টাকা ফেরতের অর্ডার কপি ২০২৩ সারা ভারতবর্ষের জন্য

রোজভ্যালি চিটফান্ড কোম্পানির টাকা ফেরতের অর্ডার কপি ২০২৩ সারা ভারতবর্ষের জন্য  আমানতকারীদের জন্য যে শেষ অর্ডারটা হয়েছে এবং এই এডিসি ডিসপোজা...

A