শক্তি ঋষির বংশধর দের বলা হয় শক্তি গোত্র , তিনি অঙ্গীরা বংশীয় একজন ঋষি ছিলেন ,
শক্তি গোত্রের প্রবর ঋষির নাম
বশিষ্ঠ , শক্তি , পরাশর।
7) বিষ্ণু গোত্র ।
বিষ্ণু নামক ঋষির বংশধর দের বলা হয় বিষ্ণু গোত্র , বিষ্ণু গোত্রের প্রবর ঋষিদের নাম
বিষ্ণু , বুদ্ধি , কৌরব।
8) কাত্যায়ণ গোত্র।
কাত্যায়ণ ঋষির বংশধরদের বলা হয় কাত্যায়ণ গোত্র , অযোধ্যা রাজ দশরথের ব্রাহ্মণ মন্ত্রী ছিলেন কাত্যায়ণ , তিনি বেদের অনুক্রমকার রচয়িতা ছিলেন , প্রবর ঋষিদের নাম
অত্রি , ভৃগু , বশিষ্ঠ।
9) অগ্যস্ত গোত্র ।
অগ্যস্ত ঋষির বংশধরদের বলা হয় অগ্যস্ত গোত্র , দেবতা মিত্রবরুণের ঔরসে ও উর্বশীর গর্ভে তার জন্ম , পুরাণমতে তিনি একবার সমুদ্রপান করেছিলেন , বনবাস কালে রাম অগ্যস্তমুনির আশ্রম থেকে অক্ষয়তূণীরদ্বয় , বৈষ্ণবধনু ও মহাস্ত্র প্রাপ্ত হন , অগ্যস্ত গোত্রের প্রবর ঋষিগণ হলেন অগ্যস্ত , জৈমিনী , দধিচী।
10) বৃহস্পতি গোত্র ।
দেবগুরু বৃহস্পতির বংশধরদের বলা হয় বৃহস্পতি গোত্র , তিনি ছিলেন ব্রহ্মাপুত্র অঙ্গিরাপুত্র , তিনি দেবগণদের একাধিকবার রক্ষা করেছেন , ভরদ্বাজ মুনি তার পুত্র ছিলেন , প্রবর ঋষিরা হলেন
কপিল , বৃহস্পতি , পাৰ্ব্বন।
11) বিশ্বামিত্র গোত্র।
বিশ্বামিত্র ঋষির বংশধরদের বলা হয় বিশ্বামিত্র গোত্র , ব্রহ্মর্ষি বিশ্বামিত্রের কথা রামায়ণে বহুবার বর্ণিত হয়েছে , বিশ্বামিত্র গোত্রের প্রবর ঋষিদের নাম বিশ্বামিত্র , মরিচী , কৌশিক।
12) মৌদগল্য গোত্র ।
মুদগল ঋষির বংশধরদের বলা হয় মৌদগল্য গোত্র , চন্দ্রবংশীয় হাশ্বের পুত্র মুদগল থেকে তার উৎপত্তি , মহাভারতের চরিত্র কৃপাচার্যের এই গোত্রে জন্ম হয়েছিল , প্রবর ঋষিদের নাম
ঔৰ্ব্ব , চ্যবন , ভার্গব , আপ্লুবৎ , জামদগ্ন্য।
13) অত্রি গোত্র ।
অত্রি ঋষির বংশধরদের বলা হয় অত্রি গোত্র , তিনি ব্রহ্মার মানসপুত্র ও সপ্তঋষির অন্যতম , তার ও মাতা অনুসূয়ার পুত্রত্রয় হলেন মহর্ষি দুর্বাসা , সোম ও ভগবান দত্তাত্রেয় ত্রিনাথ , অত্রি গোত্রের প্রবর ঋষিরা হলেন
অত্রি , আত্রেয় , শীতাতপ।
14) গর্গ গোত্র।
ঋষির বংশধরদের বলা হয় গর্গ গোত্র , জ্যোতির্বিদ গর্গ যাদববংশের কুলগুরু ছিলেন , তার পুত্রী গার্গী ছিলেন গার্গীসংহিতার রচয়িতা , গর্গ গোত্রের প্রবর ঋষিদের নাম
গার্গ্য , মান্ডব্য , কৌস্তভ।
১৫) আলম্যান গোত্র ।
আলম্যান ঋষির বংশধরদের বলা হয় আলম্যান গোত্র , ইনি একজন বৈদিক ঋষি ছিলেন , আলম্যান গোত্রের প্রবর ঋষিদের নাম
আলম্যান , শাঙ্কায়ন , শাক্টায়ণ।
16) গৌতম গোত্র ।
গৌতম ঋষির বংশধরদের বলা হয় গৌতম গোত্র , গোতম ঋষির এই পুত্র গৌতম সংহিতার রচনা করেছিলেন , রামায়ণে মহর্ষি গৌতম ও মাতা অহল্যার কাহিনী আমাদের সকলের জানা , গৌতম গোত্রের প্রবর ঋষিদের নাম
গৌতম , আঙ্গিরস , বার্হস্পত্য , অপ্সার , নৈধ্রুব ।
17) ভরদ্বাজ গোত্র ।
ভরদ্বাজ ঋষির বংশধরদের বলা হয় ভরদ্বাজ গোত্র , ইনি দেবগুরু বৃহস্পতির পুত্র ছিলেন , কথিত আছে হিমালয় দর্শনে গিয়ে অপ্সরা ঘৃতাচীর প্রেমে পড়েন , তার পুত্র মহাভারতের রথী আচাৰ্য্য দ্রোণ , ভরদ্বাজ গোত্রের প্রবর ঋষিদের
নাম ভরদ্বাজ , আঙ্গিরস , বাহ্যস্পত্য।
18) আঙ্গিরস গোত্র ।
আঙ্গিরস মুনির বংশধরদের বলা হয় আঙ্গিরস গোত্র , তার পিতা ঋষি অঙ্গিরা ছিলেন সপ্তঋষির একজন , এই গোত্রের প্রবর ঋষিরা -
আঙ্গিরস ,
19) আত্রেয় গোত্র ।
আত্রেয় মুনির বংশধরদের বলা হয় আত্রেয় গোত্র , তিনি হলেন অত্রি ঋষির বংশধর , ভারত ও নেপালে আয়ুর্বেদের বহু ক্ষেত্রে তার অবদান আছে , আত্রেয় গোত্রের প্রবর ঋষিদের নাম
আত্রেয় , শাতাতপ , শাঙখ্য।
20) কুশিক গোত্ৰ ।
কুশিক ঋষির বংশধরদের বলা হয় কুশিক গোত্র , কুশিক সোমবংশীয় নরপতি কুশের অন্যতম পুত্র ছিলেন , কুশিক গোত্রের ঋষিদের নাম
কুশিক , কৌশিক , বিশ্বামিত্র।
21) শুনক গোত্র
শুনক ঋষির বংশধরদের বলা হয় শুনক গোত্র , তিনি ঔব্বের পৌত্র ছিলেন , শুনক গোত্রের প্রবর ঋষিদের নাম
শুনক , শৌনক , গৃৎসমদ।
22) ঘৃতকৌশিক গোত্র ।
ঘৃতকৌশিক ঋষির বংশধরদের বলা হয় ঘৃতকৌশিক গোত্র , তিনি ঋষি কৌশিকের পুত্র , এই গোত্রের প্রবর ঋষিরা হলেন
কুশিক , কৌশিক , ঘৃতকৌশিক।
23) কাণ্ব গোত্র ।
কাণ্ব ঋষির বংশধরদের বলা হয় কাণ্বগোত্র , তিনি পুরুবংশীয় প্রতিরথের পুত্র ছিলেন , তার পুত্র মেধাতিথি ঋগবেদ গ্রন্থ প্রণয়ন করে ব্রাহ্মনত্ব লাভ করেন , কাণ্বগোত্রের প্রবর ঋষিরা হলেন
কাণ্ব , অশ্বথ , দেবল।
24) জাতুকর্ণ গোত্র ।
জাতুকর্ণ ঋষির বংশধরদের বলা হয় জাতুকর্ণ গোত্র , তিনি আত্রেয় ঋষির প্রধান শিষ্য ছিলেন , একটি দুস্প্রাপ্য আয়ুর্বেদ শাস্ত্র রচনাও করেন , জাতুকর্ণ গোত্রের প্রবর ঋষিরা হলেন
বশিষ্ঠ , অত্রি , জাতুকর্ণ।
25) কৃষ্ণাত্রেয় গোত্র ।
কৃষ্ণাত্রেয় ঋষির বংশধরদের বলা হয় কৃষ্ণাত্রেয় গোত্র , হরিবংশ পুরাণে এই মহর্ষির উল্লেখ মেলে , এই গোত্রের প্রবর ঋষির নাম
কৃষ্ণাত্রেয় , আত্রেয় , আবাস।
26) সাবর্ণ গোত্র
সাবর্ণি মুনির বংশধরদের বলা হয় সাবর্ণ গোত্র , তিনি ছিলেন ভৃগুবংশীয় হরির পুত্র , নৈমিষ্যারণ্য নিবাসী এক মহাতপস্বী , তার প্রার্থনায় বায়ুদের তার কাছে পুরাণকথা কীর্তন করেন , প্রবর ঋষিদের নাম
ঔর্ধ্ব , চ্যবন , ভার্গব , জামদগ্ন্য , আপ্লুবৎ ।
27) কৌণ্ডল্য গোত্র ।
কৌণ্ডিল্য ঋষির বংশধরদের বলা হয় কৌণ্ডিল্য গোত্র , স্কন্দপুরাণে এই বৈদিক ঋষির উল্লেখ মেলে , প্রবর ঋষিদের নাম
কৌণ্ডিল্য , স্তিমিক , কৌৎস্য ।
28) বৃদ্ধি গোত্র
বৃদ্ধি ঋষির বংশধরদের বলা হয় বৃদ্ধি গোত্র , এই গোত্রের প্রবর ঋষিদের নাম
কুরু , আঙ্গিরস , বার্হস্পত্য।
29) জামদগ্ন্য গোত্র ।
জামদগ্ন্য ঋষির বংশধরদের বলা হয় জামদগ্ন্য গোত্র , তিনি ছিলেন পরশুরামের ভ্রাতা , এই গোত্রের প্রবর ঋষিরা হলেন
জমদগ্ন্যি , বশিষ্ঠ , ঔৰ্ব্ব।
30) ধন্বন্তরী গোত্র ।
ধন্বন্তরী ঋষির বংশধরদের বলা হয় ধন্বন্তরী গোত্র , তিনি একজন বেদ্য তথা সুচিকিৎসক ছিলেন , সমুদ্র মন্থনে তার উৎপত্তি হয় , এই গোত্রের প্রবর ঋষিরা হলেন
গৌতম , অপসার , আঙ্গিরস , বার্হস্পত্য , নৈধ্রুব।
31) বাৎস্য গোত্র ।
বাৎস্য ঋষির বংশধরদের বলা হয় বাৎস্য গোত্র , তিনি ভৃগুবংশীয় হরির পুত্র ছিলেন ও সাবর্ণি মুনির ভ্রাতা , বাৎস্য গোত্রের প্রবর ঋষিদের নাম
ঔর্ধ্ব , চ্যবন , ভার্গব , জামদগ্ন্য , আপ্লুবৎ ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Thanks