বর্তমান ভারত-বাংলাদেশ সীমান্তে উত্তেজনা এবং বাংলাদেশের বর্বরতার কাহিনী খবর পড়তে পড়তে একটি খবরে জনগণের চোখ দিয়েছে এবং বহুল চর্চারত হচ্ছে আরাকান আর্মি বাংলাদেশের ২৭০ কিলোমিটার বেশি বর্ডারের ভূমি দখল করে নিয়েছে।
হ্যাঁ, এটা সত্য এবং ওইখানে মায়ানমারের দিক দিয়ে বাংলাদেশের যে বর্ডার আছে ওইখানে নদী তত্ত্বাবধানে গতি ময় হচ্ছে নিষেধাজ্ঞা জারি করেছে আরাকান আর্মি।
এই আরাকান আর্মি শুরু হয় প্রায় এক দশকেরও আগে। এরা বৌদ্ধ ধর্মালম্বী মধ্যে বিদ্রোহী জনগোষ্ঠী এদের উদ্দেশ্য এরা এদের নিজের ধর্মের এবং জাতির অস্তিত্ব যাতে টিকে থাকে এবং এদের নিজস্ব সংস্কৃতি যাতে প্রচার প্রসার হয় নিজেদেরকে রক্ষা করার জন্য এই গোষ্ঠীটি তৈরি হয়। 111
সাধারণত আমরা জানি বৌদ্ধ ধর্মালম্বীরা খুবই শান্তিপ্রিয় এরা সাধারণত হিংসা মারামারি বিদ্বেষ এইসব সৃষ্টি করে না এরা খুবই ভালো ধর্মাবলম্বী মানুষ ছিল আপনারা জানেন কয়েক দশক আগে আফগানিস্তানে পাকিস্তানের জঙ্গিরা বিশাল বিশাল পাথরে খোদাই করা। বৌদ্ধ মূর্তিগুলো নির্বিচারে নিশংসভাবে ভেঙে চুরমার করে দিয়েছে কামান দিয়ে উড়িয়ে দিয়েছে। গুঁড়িয়ে দিয়েছে তখনই অনেকের মনে হয়েছিল বৌদ্ধরা এত শান্ত প্রিয় তবুও এই হিংস্র ধর্মের গোষ্ঠীর লোকেরা তাদের স্থাপত্য গিয়ে নষ্ট করে দিল।
কি নিদারুন তারি পরিপ্রেক্ষিতে বৌদ্ধরা সংগঠিত হয়ে সেনা তৈরি করে এবং এইসব দুর্বৃত্ত দের বিরুদ্ধে বিদ্রোহ যুদ্ধ ঘোষণা করে ।
সেই থেকে শুরু।
নেতা
1 )তোয়ান মারুত নাইং
2)নিও তোয়ান আং
সদর দপ্তর লাইজা কাচিন রাজ্য
রাখাইন রাজ্য বাংলাদেশ মায়ানমার বর্ডারের কাছাকাছি অঞ্চল
আরাকান অ্যালায়েন্স 1
11
এদের মিত্র দেশ
1) নর্ডান এলআইসি ইন্ডিপেন্ডেন্ট আর্মি
2)মায়ানমার ন্যাশনাল ডেমোক্রেটি aliens আর্মি
3)তায়াম ন্যাশনাল লিবারেশন আর্মি
4)সর্ব বার্মা শিক্ষার্থী
5) চীন
6)ইউনাইটেড ওয়ার স্টেড আর্মি
এদের শত্রু রাষ্ট্রগুলি
1)মিয়ানমার
2)মিয়ানমারের সামরিক বাহিনী
3)বাংলাদেশ
4)রোহিঙ্গা বাহিনী
5)আরাকান লিবারেশন আর্মি
এরা রোহিঙ্গা বিদ্বেষী কারণ রোহিঙ্গারাও এদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল বর্তমান যে মায়ানমারের সরকার চলছিল তাদের হয়ে এবং এরা জঙ্গি বিরোধী। জঙ্গি মানে পৃথিবীতে ৫৭ টি যে রাষ্ট্র আছে এরা মনে করে এই রাষ্ট্রের সবাই জঙ্গি থাকে তাই বাংলাদেশের জঙ্গি রাষ্ট্রটি ভয়ে ভয়ে আছে।
এরা বাংলাদেশকে হুমকি দিয়েছে পুরো বাংলাদেশ দখল করে নেওয়ার।
এখন আবার বাংলাদেশ-ভারতকে হুমকি দিচ্ছে ভারতকে দখল করে নেবে। দেখা যাক সারা বিশ্বে যুদ্ধে যা পরিস্থিতি বেশিরভাগই জঙ্গিরা শেষ হয়ে যাচ্ছে। অবশ্য যুগে যুগে অধর্মের বিনাশ সবসময়ই হয় অনেকে বলছে এই আরাকান আর্মিকে ভারত ও পরোক্ষভাবে মদত দেয়।1
11
এদের একটি ওয়েবসাইট আছে আরো বিশদে জানতে এদের ওয়েবসাইটে আপনি যোগাযোগ করতে পারেন। লিংকটি আমার নিচে পেয়ে যাবেন
আরাকান আর্মি ধন্যবাদ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Thanks