728.90

১৪ নভে, ২০২৪

জ্ঞানগঞ্জ মঠ বইটি পান

জ্ঞান গঞ্জ মঠ পৌরাণিক যুগ থেকে এ পর্যন্ত এর বিভিন্ন গল্প কথা আপনারা শুনেছেন এর সত্যতা অনেকে যাচাই করেছে যেমন চীন এখনো লেগে আছে ।
মহাভারতে এর উল্লেখ আছে আমেরিকাতে এর সুবিশাল চর্চা করে একটি বই প্রকাশিত হয়েছে এবং একটি ফিল্ম ও তৈরি হয়েছে ।

অনেকে খোঁজাখুঁজি করেছে। কৈলাস পর্বতের আশেপাশেই জ্ঞানগঞ্জ মঠ অবস্থিত কিন্তু তা অদৃশ্য অলৌকিক এখানে যারা যায় তারা অমর হয়ে যায়।

 এখান থেকেই অনেকেই লোকালয়ে এসে তাদের অলৌকিকতা প্রকাশ করেছিল এবং এই জ্ঞানগঞ্জে মঠের সম্বন্ধে বলেও ছিল ।
এই বইটি আরো বিশদে জানতে এর কয়েকটি বই আছে কয়েকজন লেখকের তার মধ্যে এই বইটি যদি কিনতে চান চিররহস্যময় জ্ঞানগঞ্জ এই লিংকে ক্লিক করে কিনতে পারেন
জয় হিন্দ জয় ভারত।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Thanks

শিক্ষার নামে ভারতবর্ষে লুঠতরাজ চলছে, ৫০ টাকার বই ৫০০ টাকায় বিক্রি হচ্ছে।

শিক্ষার নামে ভারতবর্ষে লুঠতরাজ চলছে প্রতি বছর একটি শব্দ দুটি শব্দ পাল্টে দিয়ে নতুন বই বিক্রি হচ্ছে প্রতিবছর বই বাতিল হয়ে যাচ্ছে। ৫০ টাকার ...