728.90

২৬ জানু, ২০১৯

INJOY FUN ইনজয় ফান ইনকাম করুন

ইনজয় মোর মানি তে,এই পেজে লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করুন, প্রথমে আপনার পেটিএম (পেটিএম টি যেন কমপ্লিট কেওআইসি হয়) পুরন করুন, হোয়াট অ্যাপস নাম্বার থাকলে দিন,পেটিএম না থাকলে ব্যাঙ্ক নাম্বার ও দিতে পারেন, প্রতিদিন অ্যাপসটি ওপেন করলে প্রথমে এরান ওপসনে গিয়ে চেকইন করুন ,100 কয়েন থেকে 5 টাকা পেতে পারেন,
তারপর ফোন স্যাক করুন (ডুগডুগির মত ফোন শক্ত করে ধরে দুই চার বার নাড়ান) এক কয়েন থেকে 10 টাকা পর্যন্ত পেটিএম পান । আপনি যদি কোনও জয়েনিং করান তার %100 থেকে 5 পয়সা পাবেন, কিন্তু ইনফিনিটি টিম আরনিং এ গিয়ে জয়নিংএর পাসে দেখুন রিসাইকেল বা রিমাইন্ডের উপর কোনও কয়েন থাকে ক্লিক করে নিয়ে নিন প্রতিদিন, না নিলে ঐ দিনের টি আর পাবেন না ।   
হোমে গিয়ে ভিডিও দেখুন ডবল ক্লিক করে ,প্রতিদিন তিনটে ছবি বা ভিডিও ডাউনলোড করুন 30 পঃ পাবেন, 25 ভিডিও দেখুন এবং 40 মিনিট অ্যপসের ভেতরে থাকুন ,ডেলি মিশন  কমপ্লিট হলে একটি সর্নভরা বাক্স খুলছে দেখুন যখনই পুরো হাঁ হয়ে খুলবে তখনই ক্লিক করলে বেশি পয়সা পাবেন, কম হাঁ হওয়া তে ক্লিক করলে কম পঃ পাবেন । গ্যাম খেলে পোস্ট রিভিউ করেও ইনকাম করুন ,1 থেকে 10 টাকা ওয়েলেটে ক্লিক করলে উইর্ড তে ক্লিক করলে 1থেকে 10 দেখাবে ক্লিক করে ভালো করে পড়ুন কয় টাকা কয়দিনে ক্লিক করলে পাবেন, 200 টাকা হলে একসাথে ক্লিক করে পাবেন, তবে শর্ত দুইজন কে জয়েন করাতে হবে। জয়েন না থাকলে ও আপনি 1 থেকে যে 10  অপশনটি আছে ঐ টি তে টাকা পাবেন ।
এবং প্রতিদিন পঃ বা টাকা পেলে হুইল ঘুরিয়ে বা স্যাকিং এ সঙ্গে সঙ্গে পেটিএম পাবেন । প্রতিদিন প্রথমে দশদিন এক নাগাড়ে অ্যপসটি ওপেন করতে ভুলবেন না অবশ্যই চেকিং করবেন 10 দিন কমপ্লিট হলে প্রতিদিন চেকিং এ হুইল অপশন পাবেন ।
যদি ইচ্ছে হয় আমার লিঙ্কে ক্লিক করে জয়েন হতে পারেন,অনেক গুলি স্কিনশট দিলাম আরও বিশদ জনতে কমান্ট করুন,

http://www.injoy.fun/Invite/93HI5k77

১৩ সেপ, ২০১৮

বালি সিমেন্ট ষ্টোনচিপ রড ইঁট চেনার উপায় ।

ভালো সিমেন্ট ও রড বালি ইঁট চেনার উপায়:-

সিমেন্ট--
ভাল সিমেন্টের রং সবুজাভ গ্রে হবে এর মধ্যে কোন শক্ত পিন্ড ডালা ডালা,
থাকবে না,
অন্য কোন কিছু মেশানো থাকবে না বস্তার মধ্যে হাত
দিলে ঠান্ডা অনুভব হবে সামান্য পরিমান সিমেন্ট নিয়ে জল ভর্তি বালতির জলের উপর ছেড়ে দিলে কিছুক্ষন জলের উপর সিমেন্ট
থাকবে।
ছিটানোর সাথে সাথেই নিচে পড়ে যাবে না দুই আঙ্গুলের মধ্যে সিমেন্ট নিয়ে আঙ্গুল ঘষতে খসখসে হবে না, পিচ্ছিল হবে।
প্রতি ঘণমিটারে ওজন 1440 কেজির কম হবে না।
ইনিশিয়াল সেটিং বা সাধারণ জমাট বাধার সময় 45 মিনিটের কম
হবে না। শক্ত বা কঠিন হওয়ার সময় 10 ঘন্টার বেশি হবে না;

স্টোন চিপস বা পাথর নন-প্লাস্টিক হবে। অর্থাৎ একে চ্যাপটা বা টেনে
লম্বা করা যাবে না অর্গানিক বা অন্যান্য বাহিরের কোনকিছু মিশ্রণ
থাকবে না ভাল গ্রেডের হতে হবে প্রতি ঘনমিটারে ওজন 1610
কেজির কম হতে পারবে না 3% এর বেশি ময়লা হতে পারবে না।

রড:
এর গায়ে কোন ক্র্যাক থাকবে না মরিচা থাকবে না,
ওজন প্রতি ঘনমিটারে 7850 কেজি এর কম হবে না,
একে 90 ডিগ্রি বাঁকিয়ে আবার সোজা করলে এর কোন
প্রভাব পড়বে না বা ক্র্যাক তৈরি হবে না।

বিদ্রঃ---

রডে মরিচা বা জং থাকলেই রড খারাপ তা ঠিক নয়। রডে 97-98% লোহা অর্থাৎ আয়রন  থাকে, আর বাতাসে 20-21% অক্সিজেন থাকে, তাই খুব ভাল মানের রড কেও যদি খোলা অবস্থায় রাখা হয় তাতে সহজেই মরিচা পড়বে কারণ বাতাসের আর্দ্রতা আর অক্সিজেনের সাথে আয়রন বিক্রিয়া করে মরিচা অর্থাৎ আয়রন অক্সাইড তৈরি হয়। রডের গুণাগুণ বুঝতে হলে কেমিক্যাল কম্পোজিশন জানতে হবে, টেনসাইল, ইল্ড, ইলোংগেশন, বেন্ড, রি বেন্ড ইত্যাদি টেস্ট করতে করতে হবে, যা শুধু স্পেশালাইজড ল্যাবে সম্ভব।  এক্ষেত্রে দেশের ভাল শীর্ষস্থানীয় রড কোম্পানির রড কে ইউজ করা যেতে পারে যারা মানের ব্যাপারে সবসময় সচেতন থাকে।

ইঁট অনেক রকমের হয় ,ইঁটের ছোটো বড়র উপরে, জলদাগি,পোড়া কমবেশি,জ্বালানির তফাতেও , এক নম্বর, এক নম্বর পিকে2,দুই নম্বর, দুই নম্বর পিকে 2,তিন নম্বর, চার নম্বর, আমুয়া,আদলা, বাটস বা নুড়ি আদলা,
ইত্যাদি রকমের উপর,এই নাম গুলো ভারতের মেদিনি পুর,হাওড়া,বসির হাটের এই সব নামে পরিচিত,
দাম কম বেশি হয়।

বালি মিষ্টি এলাকার একবারে ধুলো নয়,আবার খুব বড়ো নয়,মাঝারি মানের দানার বালিটা সব রকম কাজে লেগে যাবে,বালি বেশি দিন বাড়িতে মজুত করে না রাখাই ভালো,অনেক দিন বালি বাড়িতে মজুত করা থাকলে মাঝে মাঝে জল দিয়ে পেপার দিয়ে ঢেকে রাখবে।

পাকা বাড়ির তৈরির মিস্ত্রিকে রাজ মিস্ত্রি বলা হয়,
পুরানো দক্ষ, কাজের সময় কথা কম বলে মিস্ত্রিকে নিয়ে কাজ করলে বাড়ি ভালো তাড়াতাড়ি তৈরি হয়।

ষ্টোনচিপ পরিস্কার ,সাদা পাথর জড়িয়ে না থাকে,
ময়লা না থাকে, কালো, সহজে ভেঙ্গে গুঁড়ো না হয়, সেই ষ্টোনচিপ ভালো।

পরিস্কার মিষ্টি জল এবং ভালো মজবুদ কাট তকতা ব্যাবহার করা উচিত।

নিজের বাড়ি নিজে দাঁড়িয়ে থেকে তৈরি করা বুদ্ধিমানের কাজ । যারা বাড়ি তৈরি করেছে এমন বাড়ির মালিক বা গৃহস্থদের অভিঙ্গতা নেওয়া উচিত,সম্পূর্ন ইঞ্জিনিয়ার ,মিস্ত্রি দের ভরসা করা ঠিক নয়, বর্তমান যুগে ,

বাড়ি তৈরি করার আগে সমুহ টাকা জগাড়,
হিসাবের চেয়ে বেশি করে নিয়ে নামা উচিত ।

১৪ জানু, ২০১৮

প্রধানমন্ত্রী আবাস যোজনা নামের লিষ্ট দেখুন,

<script async src="//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js"></script> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({ google_ad_client: "ca-pub-4934217465148674", enable_page_level_ads: true });https://progress.ojooo.com/?ref=trk&utm_source=direct&utm_campaign=reflink </script>

প্রধানমন্ত্রী আবাস যোজনা তে আপনার নাম বা যদি থাকে কত টাকা তুলেছেন ইত্যাদি তথ্য কি ভাবে দেখবেন ।
কি ভাবে নিচে একটি লিংক দিলাম (লিংক ওপেন, সম্পূর্ণ আপনার দ্বায়ীত্বে
করবেন )অবশ্য প্লেষ্টোরে এ

https://progress.ojooo.com/?ref=trk&utm_source=direct&utm_campaign=reflink

ইরকম অনেক অ্যাপস পাবেন আপনার পছন্দ মতো । আপনার মোবাইলে প্লেষ্টোরে
গিয়ে অ্যাপস ডাউনলোড করে
ওপেন করে কয়েকটি অপশন আসবে ,
প্রথমে- প্রধানমন্ত্রী গ্রাম আবাস যোজনা
বা-প্রধানমন্ত্রী শহর আবাস যোজনা
তে ক্লিক করুন,
একটি অন্য পেজ খুলে যাবে ,
ক্লিক- Report অন্য একটি পেজ খুলে যাবে
ক্লিক- High level physical Report

(অপশন ছাড়া ও আরও অনেক গুলি অপশন 1 2 

3 4 5 6 7 এই ভাবে ।আপনি কি দেখতে চান সেইখানে ক্লিক করুন ।

আসবে - ফাইনাল শিয়ার ইয়রে
এখানে আপনার পছন্দ মতো
যেমন 2017-18
ক্লিক করে দেখুন
প্রধানমন্ত্রী আবাস যোজনা বিকল্প তে-

 ওখানে অনেক রকমের আবাস প্রকল্প আছে , যেটা চান সেইখানে -
ক্লিক করুন,
এবার আপনার রাজ্য-জেলা -ব্লক-পর পর ক্লিক করে  আসবে-গ্রাম পঞ্চায়েত 

আপনার পুরো গ্রাম পঞ্চায়েতের লিষ্ট সংখ্যা আসবে , আপনার পছন্দ মতো পঞ্চায়েতের নামের প্রমথ সংখ্যা গুলোতে

এরপর দেখুন কয়েকটি করে সংখ্যা দেওয়া আছে এবং টোটাল দেওয়া আছে লিষ্টের উপরে দেখুন ছক অনুযায়ী বিভিন্ন রকম লেখা আছে ।
আপনার পঞ্চায়েতের লিষ্টের সোজা যে কোনও সংখ্যা গুলো তে ক্লিক করুন একটু পরে দেখুন আপনার গ্রামের কিছু বা আপনার যদি থাকে নাম আরও বিভিন্ন তথ্য দেখাচ্ছে বা ওই নামের ওপর ক্লিক করুন সম্পূর্ণ তথ্য দেখতে পাবেন আপনার।

আপনার গ্রাম পঞ্চায়েতের নামের সোজা ডাইনে বামে 

করে দেখুন ,উপরে দেখুন বিভিন্ন ভাগের নামের ছক আছে ওই এক্সেল গুলোর মধ্যে কয়টা ঘর পেয়েছে,

কয়জনের টাকা ঢোকেনি, ওই লাইনে সব থেকে বেসি সংখ্যা আছে ঐখানে একের পর এক সংখ্যা গুলোতে ক্লিক করুন ,ক্লিক হচ্ছে কিনা বোঝা যাবে, একটু অপেক্ষা করবেন 4জি হলে ভালো

2 জি তে অনেক অপেক্ষা করতে হয়।

অনেক অ্যাপস মাঝে মাঝে কাজ করেনা অন্য অ্যাপস পাল্টে দেখুন,


বিদ্রঃ - এই সমস্ত তথ্য আপনার নিজ দ্বায়ীত্বে দেখুন ।

Pradhan Mantri Awas Yojana List v 4.1-আপনার অ্যানড্রয়েড ডিভাইস থেকে লিঙ্কগুলি। Pradhan Mantri Awas Yojana List v 4.1 ( http://market.android.com/search?q=pname:aawasyojana.online.list )

১২ জানু, ২০১৮

আধার কার্ড বা ব্যাঙ্কে মোবাইল নম্বর যোগে মারাত্মক বিপদ অপেক্ষা করছে, পড়ুন

ভারত সরকার এবং আধার দপ্তর কে খোলা চিঠি,
মহাশয়,
এই যে আমি একজন ভারতীয়,
আমার বিনিত আবেদন, অনেক মোবাইল কোম্পানি আছে যাদের সিম বা মোবাইল নং ব্যাবহারের ক্ষেত্রে কিছু নিয়ম আছে নির্দিষ্ট সময়ে রিচার্জ না করলে বা আউট গোইংকল বন্ধ থাকলে
সেই মোবাইল নং টি বন্ধ করে আবার ওই নম্বর টি নতুন করে সিম তৈরি করে
ওই একই নম্বর অন্য কোনও ব্যাক্তিকে বিক্রি করা হয় ।
যে কারনে ওই নং টি পুর্বের ব্যাবহার কারির বা আগের ব্যাক্তির আধার বা ব্যাঙ্কে দেওয়া থাকলে ।
অনেক বিপদ হতে পারে,
কারন পরের ওই একই মোবাইল নং ব্যাবহার করে আধারের এবং ব্যাঙ্কের বা অন্য কোনও সংযোগের স্থানে'
অনেক তথ্য পরিবর্তন করে কাজ হাসিল
করতে পারে ।যেমন আধার লিংকে গিয়ে বা ব্যাঙ্কের ইন্টারনেটে
ওটিপি ব্যাবহার করে,
কারন ওই মোবাইল নং টি বিভিন্ন জায়গায় যোগ থাকার কারনেই এই সুবিধা হতে পারে ।
তাই অনুরোধ মহাশয় গন আধার নম্বরের মতোই এক ব্যাক্তি এক মোবাইল নং করা হউক ।এইরকম টি হলে আমার মতে অনেক সমস্যার সমাধান হতে পারে ।
                                   
                                  ইতি -
                                      তিরঞ্জন

মনোরঞ্জন মিনি পার্ক কে প্লট সুন্দর বন

MANORANJAN Mini park Kplot  মনোরঞ্জন মিনি পার্ক কে প্লট মনোরঞ্জন মিনি পার্ক কেপ্লট এটির প্রথমে নাম ছিল।  প্রথমে আরতি মিনি পার্ক মানে আরতি রা...