728.90

৪ নভে, ২০১৯

ভারতীয় অর্থব্যবস্থা মজবুত সম্ভব যদি এরকম কিছু করা হয় ।

বর্তমান দেশের অর্থনীতির বেহাল দশা ,অর্থনৈতিক ঊর্ধ্বগামী আর হচ্ছে না, তার একটাই কারণ চিটফান্ডের সমস্যা সমাধান না হওয়ায়।

 মানুষ আগের থেকে পরিশ্রম করা কম করেছে, ইনকাম করছে যতটা প্রয়োজন রোজ খাওয়ার জন্য ততটা ইনকাম করছে ,
আমার ব্যক্তিগত মতে এর কারণ হলো মানুষ ব্যাংকে ও তার সঞ্চয় করা অর্থ রাখতে ভয় পাচ্ছে ।
যদি অর্থ নষ্ট হয়ে যায় ,দেশের আইন ব্যবস্থার উপরে মানুষের আর ভরসাও নেই কারণ একের পর এক চাক্ষুষ ঘটনাগুলো তা প্রমাণ করে, অনেকের মুখে শোনা যদি আপনি দশ লক্ষ টাকা ব্যাঙ্কে রাখেন ,হঠাৎ করে ওই ব্যাংক যদি বন্ধ হয়ে যায় ওই দশ লক্ষ টাকা ওই ব্যাংক আপনাকে ক্ষতিপূরণ দিতে বাধ্য অনেকে বলে না কিঞ্চিৎ মাত্র টাকা দিতে বাধ্য,

 তাহলে একবার ভাবুন মানুষ কেন বেশি অর্থ উপার্জন করে সঞ্চয় করবে ?
কোথায় টাকা রাখবে ।
চিট ফান্ডে কোটি কোটি মানুষ প্রতারিত হওয়ার পর মানুষের মনে ভয় চরম ভয় ঢুকে গেছে।
 মানুষের মনের শান্তি ও নেই । তাই অর্থ সঞ্চয় করার দিকেও আর মনোনিবেশ করে না কেউ ।যদি অর্থ আপনার ক্ষতি হয়ে যায় আইনের শরণাপন্ন হলেও সঠিক বিচার মেলে না ।দোষি ছাড়া পায় ।
তাই মানুষ ভিত সন্ত্রস্ত,
 ভারতের অর্থনৈতিক ব্যবস্থা আরো সুদৃঢ় হবে অর্থ সংকট কেটে যাবে ভারতের অর্থব্যবস্থা আরো ভালো হবে যদি,
 খুব তাড়াতাড়ি চিটফান্ডের সমস্যা সমাধান করা হয় মানুষের টাকা ফেরত দেওয়া হয় মানুষের মনে আবার আইনের প্রতি বিশ্বাস আসবে এবং টাকা সঞ্চয় করার প্রতিও আগ্রহ দেখা দিবে এতে করেই ভারতের অর্থনৈতিক ব্যবস্থা সুদৃঢ় হবে ।
অবশ্য এটা আমার ব্যক্তিগত মত ।
আপনারা কি বলেন ?

শিক্ষার নামে ভারতবর্ষে লুঠতরাজ চলছে, ৫০ টাকার বই ৫০০ টাকায় বিক্রি হচ্ছে।

শিক্ষার নামে ভারতবর্ষে লুঠতরাজ চলছে প্রতি বছর একটি শব্দ দুটি শব্দ পাল্টে দিয়ে নতুন বই বিক্রি হচ্ছে প্রতিবছর বই বাতিল হয়ে যাচ্ছে। ৫০ টাকার ...