মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০১৬

এখানে ওখানে না ঘুরে ঘরে বসেই দেখে নিন আপনার বাড়ির কাছাকাছি কোন এটিএম এ টাকা আছে তার পর এক ছুট্টে পড়ুন,

ঘরে বসে থেকেই বোতাম টিপে জানুন আপনার এলাকায় কোন ATM এ টাকা রয়েছে ,
জেনে নিন কোন এটিএম এ টাকা আছে। এরকম একটা ব্যবস্থা করেছে cms ইনফো সিস্টেম। গোটা দেশে যে সব সংস্থা এটিএমগুলির দেখভাল করে তাদের মধ্যে অন্যতম এই সংস্থাটি দেখুন
এই সংস্থাটি লিঙ্ক দিয়েছে।
atmfinder.cms.com/atmfinder/ATMStatus.aspx।
এই লিঙ্কে গিয়ে জানুন কোন এটিএম-এ টাকা রয়েছে। লিঙ্কে গিয়ে আপনার রাজ্য ও শহর ক্লিক করতে হবে। তাহলেই জানা যাবে,
সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, আমরা অবিরাম কাজ করে আমাদের আওতায় থাকা এটিএমগুলিতে টাকা ভরছি তার পরেও আমরা এই সিএমএস এটিএম ফাইন্ডার তৈরি করেছি। আমরা যে সব এটিএম দেখাশোনা করি সেইসব এটিএমের কোনটিতে টাকা রয়েছে তা আমাদের এই প্র‌যুক্তি কাজে লাগিয়ে জানা যাবে।
মুম্বইয়েও এই লিঙ্কটিকে পরীক্ষা করে দেখা গেছে। আপাতত HDFC ব্যাঙ্কের কোনও এটিএমের কোনও খবর ওই লিঙ্ক থেকে পাওয়া যাবে না। বর্তমানে  ICICI, SBI ও  Axis ব্যাঙ্কের এটিএম-এর খবর পাওয়া যাবে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

রোজভ্যালি চিটফান্ড কোম্পানির টাকা ফেরতের অর্ডার কপি ২০২৩ সারা ভারতবর্ষের জন্য

রোজভ্যালি চিটফান্ড কোম্পানির টাকা ফেরতের অর্ডার কপি ২০২৩ সারা ভারতবর্ষের জন্য  আমানতকারীদের জন্য যে শেষ অর্ডারটা হয়েছে এবং এই এডিসি ডিসপোজা...

A