728.90

৫ মার্চ, ২০২০

কোরোনা ভাইরাস থেকে মুক্তি পেতে পড়ুন,

করোনা ভাইরাস থেকে মুক্তির উপায়,
 কিছু টিপস ।
বর্তমানে বিশ্বে করোনা ভাইরাস একটি মহামারীর রূপ নিয়েছে,
 করোনা হল একটা আতঙ্ক যার ওষুধ এখনো বের হয়নি ।
তাই যাতে করে আপনার পরিবার সুরক্ষিত থাকে তার জন্য কিছু ব্যবস্থা গ্রহণ করতে পারেন ,পড়ুন,

 সকালে ঘুম থেকে উঠে গোবর জল বাড়ির চারদিকে ছড়িয়ে দিন।
 প্রতিদিন বাড়িতে সকাল সন্ধ্যা ধুনো জ্বালিয়ে বাড়ির ভেতর বাড়ির বাইরে আসে পাশে ঘোরান, তাতে যার্ম নষ্ট হবে ।

সরষের তেলের প্রদীপ জ্বালাবেন তুলসী তলায় অবশ্যই বাড়ির চারপাশে তুলসী গাছ লাগান, যত বেশি পরিমাণে লাগান ।কারণ তুলসীগাছ ভাইরাস জীবাণু নষ্ট করে ।
বাড়ির বাইরে বের হলে আপনার ছেলে বা আপনার পকেটের তুলসী পাতা দিয়ে দিন তুলসী পাতা খান ।

প্রতিদিন মধু কাঁচা আদা কাঁচা হলুদ কাঁচা রসুন টক জাতিয় খাবার এগুলো খেতে পারেন খুব ভালো উপকার শরীরে হঠাৎ করে রোগ বাসা বাঁধে না ।
ঠাণ্ডা লাগাবেন না বর্তমান ওয়েদার অনুযায়ী গরম পোশাক ব্যবহার করুন মুখে মাক্স লাগান,
অতিরিক্ত ঠান্ডা খাবার ফ্রিজের খাবার এড়িয়ে চলুন ,গরম গরম খান ।
করোনা ভাইরাস এর উপসর্গ হলো মাথা ধরা সর্দি কাশি জ্বর শরীর দুর্বল.   ভাব,

 এটি হলো একটি ছোঁয়াচে রোগ হ্যান্ডশেক করবেন না হাত জড়ো করে সম্মান জানান কোলাকুলি করবেন না বাচ্চাদের চুমু খাবেন না করোনা ভাইরাস এই কেউ মারা গেলে তাকে পুড়িয়ে দিতে হয় না হলে তার থেকে জীবাণু ছড়িয়ে পড়ে।

 বাড়ির ভেতরে বাইরে ন্যাপথলিন কর্পূর ব্যবহার করুন ।
মশার কয়েল জ্বালাবেন না কারণ এই মশার কয়েল এর থেকে অনেক কয়েল আছে যা থেকে গলা খুসখুস কাশি রোগ ছড়িয়ে পড়ে মশার জন্য    ঘী,কর্পূর  রসুন পেষ্ট প্রদীপে করে জালাতে পারেন তাতে জীবাণু নষ্ট হবে এবং মশা পালিয়ে যাবে,

সব সময় আপনি আপনার পরিবারের ছেলেমেয়েদের পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন থাকুন কয়েক মাস নিরামিষ খান সর্দি কাশি মাথা ধরা জ্বর হলে পাশের হাসপাতালে গিয়ে পরীক্ষা করান।

 ডাক্তার দেখান পারলে পকেটেও দু-একটা কর্পূর এর দানা ধুনোর দানা রাখতে পারেন কোথাও বের হলে তুলসী পাতা টা অবশ্যই কাছে রাখবেন, কারণ তুলসীপাতা জীবানুনাশক সবাই সুস্থ থাকুন সুস্থ রাখুন ।

আরো কোন কিছু আপনাদের জানা থাকলে কমেন্ট বক্সে জানান সবার উপকৃত হবে কারণ করোনাভাইরাস এমন একটি রোগ যা এক জনের হলে পুরো পাড়া গ্রাম শহর ছড়িয়ে পড়বে কেউ বাঁচতে পারবে না বংশ শেষ হয়ে যাবে পড়ার জন্য ধন্যবাদ।

৪ নভে, ২০১৯

ভারতীয় অর্থব্যবস্থা মজবুত সম্ভব যদি এরকম কিছু করা হয় ।

বর্তমান দেশের অর্থনীতির বেহাল দশা ,অর্থনৈতিক ঊর্ধ্বগামী আর হচ্ছে না, তার একটাই কারণ চিটফান্ডের সমস্যা সমাধান না হওয়ায়।

 মানুষ আগের থেকে পরিশ্রম করা কম করেছে, ইনকাম করছে যতটা প্রয়োজন রোজ খাওয়ার জন্য ততটা ইনকাম করছে ,
আমার ব্যক্তিগত মতে এর কারণ হলো মানুষ ব্যাংকে ও তার সঞ্চয় করা অর্থ রাখতে ভয় পাচ্ছে ।
যদি অর্থ নষ্ট হয়ে যায় ,দেশের আইন ব্যবস্থার উপরে মানুষের আর ভরসাও নেই কারণ একের পর এক চাক্ষুষ ঘটনাগুলো তা প্রমাণ করে, অনেকের মুখে শোনা যদি আপনি দশ লক্ষ টাকা ব্যাঙ্কে রাখেন ,হঠাৎ করে ওই ব্যাংক যদি বন্ধ হয়ে যায় ওই দশ লক্ষ টাকা ওই ব্যাংক আপনাকে ক্ষতিপূরণ দিতে বাধ্য অনেকে বলে না কিঞ্চিৎ মাত্র টাকা দিতে বাধ্য,

 তাহলে একবার ভাবুন মানুষ কেন বেশি অর্থ উপার্জন করে সঞ্চয় করবে ?
কোথায় টাকা রাখবে ।
চিট ফান্ডে কোটি কোটি মানুষ প্রতারিত হওয়ার পর মানুষের মনে ভয় চরম ভয় ঢুকে গেছে।
 মানুষের মনের শান্তি ও নেই । তাই অর্থ সঞ্চয় করার দিকেও আর মনোনিবেশ করে না কেউ ।যদি অর্থ আপনার ক্ষতি হয়ে যায় আইনের শরণাপন্ন হলেও সঠিক বিচার মেলে না ।দোষি ছাড়া পায় ।
তাই মানুষ ভিত সন্ত্রস্ত,
 ভারতের অর্থনৈতিক ব্যবস্থা আরো সুদৃঢ় হবে অর্থ সংকট কেটে যাবে ভারতের অর্থব্যবস্থা আরো ভালো হবে যদি,
 খুব তাড়াতাড়ি চিটফান্ডের সমস্যা সমাধান করা হয় মানুষের টাকা ফেরত দেওয়া হয় মানুষের মনে আবার আইনের প্রতি বিশ্বাস আসবে এবং টাকা সঞ্চয় করার প্রতিও আগ্রহ দেখা দিবে এতে করেই ভারতের অর্থনৈতিক ব্যবস্থা সুদৃঢ় হবে ।
অবশ্য এটা আমার ব্যক্তিগত মত ।
আপনারা কি বলেন ?

১৭ জুন, ২০১৯

ফেসবুক হ্যাক হয়েছে কিনা বুঝবেন কিভাবে ,

আপনার ফেসবুক কেউ হ্যাক করেছে কিনা বুঝবেন কিভাবে
একটানে লিখবেন কোন প্রেস দেবেন না লিখলে কমেন্ট বক্স এ লিখবেন লিখলেই দেখতে পাবেন ভেসে উঠবে মার্ক জুকেরবার্গ ।
@ [4:0] এইভাবে কমেন্ট করুন ।

২৬ জানু, ২০১৯

ইনজয় ফান টাকা আয় করুন

Hi, I am %E0%A6%B8%E0%A6%AC%E0%A7%81%E0%A6%9C, Injoy sent you Rs.50 cash, why not take only 15 seconds to get it now?  https://www.injoy.fun/Invite/93HI5k77

INJOY FUN ইনজয় ফান ইনকাম করুন

ইনজয় মোর মানি তে,এই পেজে লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করুন, প্রথমে আপনার পেটিএম (পেটিএম টি যেন কমপ্লিট কেওআইসি হয়) পুরন করুন, হোয়াট অ্যাপস নাম্বার থাকলে দিন,পেটিএম না থাকলে ব্যাঙ্ক নাম্বার ও দিতে পারেন, প্রতিদিন অ্যাপসটি ওপেন করলে প্রথমে এরান ওপসনে গিয়ে চেকইন করুন ,100 কয়েন থেকে 5 টাকা পেতে পারেন,
তারপর ফোন স্যাক করুন (ডুগডুগির মত ফোন শক্ত করে ধরে দুই চার বার নাড়ান) এক কয়েন থেকে 10 টাকা পর্যন্ত পেটিএম পান । আপনি যদি কোনও জয়েনিং করান তার %100 থেকে 5 পয়সা পাবেন, কিন্তু ইনফিনিটি টিম আরনিং এ গিয়ে জয়নিংএর পাসে দেখুন রিসাইকেল বা রিমাইন্ডের উপর কোনও কয়েন থাকে ক্লিক করে নিয়ে নিন প্রতিদিন, না নিলে ঐ দিনের টি আর পাবেন না ।   
হোমে গিয়ে ভিডিও দেখুন ডবল ক্লিক করে ,প্রতিদিন তিনটে ছবি বা ভিডিও ডাউনলোড করুন 30 পঃ পাবেন, 25 ভিডিও দেখুন এবং 40 মিনিট অ্যপসের ভেতরে থাকুন ,ডেলি মিশন  কমপ্লিট হলে একটি সর্নভরা বাক্স খুলছে দেখুন যখনই পুরো হাঁ হয়ে খুলবে তখনই ক্লিক করলে বেশি পয়সা পাবেন, কম হাঁ হওয়া তে ক্লিক করলে কম পঃ পাবেন । গ্যাম খেলে পোস্ট রিভিউ করেও ইনকাম করুন ,1 থেকে 10 টাকা ওয়েলেটে ক্লিক করলে উইর্ড তে ক্লিক করলে 1থেকে 10 দেখাবে ক্লিক করে ভালো করে পড়ুন কয় টাকা কয়দিনে ক্লিক করলে পাবেন, 200 টাকা হলে একসাথে ক্লিক করে পাবেন, তবে শর্ত দুইজন কে জয়েন করাতে হবে। জয়েন না থাকলে ও আপনি 1 থেকে যে 10  অপশনটি আছে ঐ টি তে টাকা পাবেন ।
এবং প্রতিদিন পঃ বা টাকা পেলে হুইল ঘুরিয়ে বা স্যাকিং এ সঙ্গে সঙ্গে পেটিএম পাবেন । প্রতিদিন প্রথমে দশদিন এক নাগাড়ে অ্যপসটি ওপেন করতে ভুলবেন না অবশ্যই চেকিং করবেন 10 দিন কমপ্লিট হলে প্রতিদিন চেকিং এ হুইল অপশন পাবেন ।
যদি ইচ্ছে হয় আমার লিঙ্কে ক্লিক করে জয়েন হতে পারেন,অনেক গুলি স্কিনশট দিলাম আরও বিশদ জনতে কমান্ট করুন,

http://www.injoy.fun/Invite/93HI5k77

১৩ সেপ, ২০১৮

বালি সিমেন্ট ষ্টোনচিপ রড ইঁট চেনার উপায় ।

ভালো সিমেন্ট ও রড বালি ইঁট চেনার উপায়:-

সিমেন্ট--
ভাল সিমেন্টের রং সবুজাভ গ্রে হবে এর মধ্যে কোন শক্ত পিন্ড ডালা ডালা,
থাকবে না,
অন্য কোন কিছু মেশানো থাকবে না বস্তার মধ্যে হাত
দিলে ঠান্ডা অনুভব হবে সামান্য পরিমান সিমেন্ট নিয়ে জল ভর্তি বালতির জলের উপর ছেড়ে দিলে কিছুক্ষন জলের উপর সিমেন্ট
থাকবে।
ছিটানোর সাথে সাথেই নিচে পড়ে যাবে না দুই আঙ্গুলের মধ্যে সিমেন্ট নিয়ে আঙ্গুল ঘষতে খসখসে হবে না, পিচ্ছিল হবে।
প্রতি ঘণমিটারে ওজন 1440 কেজির কম হবে না।
ইনিশিয়াল সেটিং বা সাধারণ জমাট বাধার সময় 45 মিনিটের কম
হবে না। শক্ত বা কঠিন হওয়ার সময় 10 ঘন্টার বেশি হবে না;

স্টোন চিপস বা পাথর নন-প্লাস্টিক হবে। অর্থাৎ একে চ্যাপটা বা টেনে
লম্বা করা যাবে না অর্গানিক বা অন্যান্য বাহিরের কোনকিছু মিশ্রণ
থাকবে না ভাল গ্রেডের হতে হবে প্রতি ঘনমিটারে ওজন 1610
কেজির কম হতে পারবে না 3% এর বেশি ময়লা হতে পারবে না।

রড:
এর গায়ে কোন ক্র্যাক থাকবে না মরিচা থাকবে না,
ওজন প্রতি ঘনমিটারে 7850 কেজি এর কম হবে না,
একে 90 ডিগ্রি বাঁকিয়ে আবার সোজা করলে এর কোন
প্রভাব পড়বে না বা ক্র্যাক তৈরি হবে না।

বিদ্রঃ---

রডে মরিচা বা জং থাকলেই রড খারাপ তা ঠিক নয়। রডে 97-98% লোহা অর্থাৎ আয়রন  থাকে, আর বাতাসে 20-21% অক্সিজেন থাকে, তাই খুব ভাল মানের রড কেও যদি খোলা অবস্থায় রাখা হয় তাতে সহজেই মরিচা পড়বে কারণ বাতাসের আর্দ্রতা আর অক্সিজেনের সাথে আয়রন বিক্রিয়া করে মরিচা অর্থাৎ আয়রন অক্সাইড তৈরি হয়। রডের গুণাগুণ বুঝতে হলে কেমিক্যাল কম্পোজিশন জানতে হবে, টেনসাইল, ইল্ড, ইলোংগেশন, বেন্ড, রি বেন্ড ইত্যাদি টেস্ট করতে করতে হবে, যা শুধু স্পেশালাইজড ল্যাবে সম্ভব।  এক্ষেত্রে দেশের ভাল শীর্ষস্থানীয় রড কোম্পানির রড কে ইউজ করা যেতে পারে যারা মানের ব্যাপারে সবসময় সচেতন থাকে।

ইঁট অনেক রকমের হয় ,ইঁটের ছোটো বড়র উপরে, জলদাগি,পোড়া কমবেশি,জ্বালানির তফাতেও , এক নম্বর, এক নম্বর পিকে2,দুই নম্বর, দুই নম্বর পিকে 2,তিন নম্বর, চার নম্বর, আমুয়া,আদলা, বাটস বা নুড়ি আদলা,
ইত্যাদি রকমের উপর,এই নাম গুলো ভারতের মেদিনি পুর,হাওড়া,বসির হাটের এই সব নামে পরিচিত,
দাম কম বেশি হয়।

বালি মিষ্টি এলাকার একবারে ধুলো নয়,আবার খুব বড়ো নয়,মাঝারি মানের দানার বালিটা সব রকম কাজে লেগে যাবে,বালি বেশি দিন বাড়িতে মজুত করে না রাখাই ভালো,অনেক দিন বালি বাড়িতে মজুত করা থাকলে মাঝে মাঝে জল দিয়ে পেপার দিয়ে ঢেকে রাখবে।

পাকা বাড়ির তৈরির মিস্ত্রিকে রাজ মিস্ত্রি বলা হয়,
পুরানো দক্ষ, কাজের সময় কথা কম বলে মিস্ত্রিকে নিয়ে কাজ করলে বাড়ি ভালো তাড়াতাড়ি তৈরি হয়।

ষ্টোনচিপ পরিস্কার ,সাদা পাথর জড়িয়ে না থাকে,
ময়লা না থাকে, কালো, সহজে ভেঙ্গে গুঁড়ো না হয়, সেই ষ্টোনচিপ ভালো।

পরিস্কার মিষ্টি জল এবং ভালো মজবুদ কাট তকতা ব্যাবহার করা উচিত।

নিজের বাড়ি নিজে দাঁড়িয়ে থেকে তৈরি করা বুদ্ধিমানের কাজ । যারা বাড়ি তৈরি করেছে এমন বাড়ির মালিক বা গৃহস্থদের অভিঙ্গতা নেওয়া উচিত,সম্পূর্ন ইঞ্জিনিয়ার ,মিস্ত্রি দের ভরসা করা ঠিক নয়, বর্তমান যুগে ,

বাড়ি তৈরি করার আগে সমুহ টাকা জগাড়,
হিসাবের চেয়ে বেশি করে নিয়ে নামা উচিত ।

মনোরঞ্জন মিনি পার্ক কে প্লট সুন্দর বন

MANORANJAN Mini park Kplot  মনোরঞ্জন মিনি পার্ক কে প্লট মনোরঞ্জন মিনি পার্ক কেপ্লট এটির প্রথমে নাম ছিল।  প্রথমে আরতি মিনি পার্ক মানে আরতি রা...